Thought Leadership কী? থট লিডারশীপ হচ্ছে কোনো ব্যাক্তির বিভিন্ন আইডিয়া এবং চিন্তার সমন্বিত রূপ যা প্রকাশ করে কোনো একটি নির্দিষ্ট বিষয় বা নির্দিষ্ট একটি সেক্টরের উপর তিনি বিশেষ এক্সপার্ট বা বিশেষজ্ঞ। অনেক বিজনেস লিডার এবং এক্সিকিউটিভরা থট লিডার হতে চান তাদের নিজ নিজ ক্ষেত্রে। এর জন্য সবচেয়ে বেশি যা দরকার, তা হল সেই বিষয় বা সেক্টর নিয়ে প্যাশনেট হতে হবে, অনেক কিছু পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। থট লিডার হওয়ার জন্য অবশ্যই অনেক বেশি ডেডিকেশন ও ধৈর্য দরকার, অনেক কৌশলীও হতে হয়। থট লিডাররা অত্যন্ত আগ্রহের সাথে তাদের অর্জিত দক্ষতা, জ্ঞান শেয়ারিং এর মাধ্যমে কোনো ব্যাক্তি, কোম্পানি বা কোনো একটা সেক্টরের উন্নতিতে কাজে লাগায়। কন্টেন্ট রাইটিং এবং সোসাল মিডিয়া এক্টিভিটিকে থট লিডাররা কাজে লাগায় মানুষকে ইনফ্লুয়েন্স করার জন্য। দূর দৃষ্টিসম্পন্ন উদ্ভাবনী সব