জি-আই পন্য জামদানী’র স্বীকৃতি এবং প্রাপ্তি সংবাদ by খাতুনে জান্নাত আশা - August 17, 20210 জি-আই পন্য হিসেবে জামদানী'র স্বীকৃতি এবং উন্নতি (ডেইলি স্টারে লেখা একটা নিউজের পরিপ্রেক্ষিতে লিখছি) জামদানী আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং আভিজাত্যের পরিচায়ক। ২০১৬ সালে দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক বা জিওগ্রাফিকাল আইডেন্টিফিকেশন পন্য হিসেবে স্বীকৃতি পায় জামদানী। এরপর প্রায় ৬ বছর কেটে যাচ্ছে, জিআই সনদের সুবিধা কতটুকু নিতে পেরেছে এই ঐতিহ্যবাহী পন্যটি!! সাধারণত কোনো দেশের কোনো পন্য জিআই সনদ পাওয়ার পর সেই পন্য এবং এর উৎপাদনকারীদের নিয়ে নতুন পরিকল্পনা সাজানো হয়, জিআই ট্যাগের ব্যবহার, গুরুত্ব, এবং বিশ্বে এর রপ্তানি, প্রচার, প্রদর্শনী ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষন দেয়া হয়। কিন্তু জামদানী এবং এর ৬৬ জন জিআই সনদ প্রাপ্ত তাঁতিদের নিয়ে এমন কোনো পরিকল্পনা ৬বছরেও করা হয় নি, জিআই ট্যাগিং ব্যবহার করা নিয়েও দেয়া হয় নি কোনো প্রশিক্ষন৷ সনদপ্রাপ্ত ৬৬ জন তাঁতিদের ৫-৬ জনের সাথে কথা বলে একি কথা জানতে