গুরুত্বপূর্ণ কোনো কাজ নিয়ে গড়িমসি করা, অলসতা করার বাজে অভ্যাসটা আমাদের সবার মাঝেই কম বেশি আছে। আর বর্তমানে এমন একটা সময়ে আমরা বাস করছি যখন চারদিকে এতো এতো এক্সাইটিং প্রযুক্তি, সোসাল মিডিয়া আর ভাইরাল সব টপিক চোখের সামনে ঘুরে ফিরে আসে যে, কোনো একটা নির্দিষ্ট কাজে ফোকাসড থাকা অনেক বেশিই কঠিন মনে হয়। আমরা আসলে ইন্সট্যান্ট আনন্দ চাই, সহজ সুখ চাই। এমন হয় যে, আমি জানি সামনে আমার এক্সাম পড়তে হবে বা অফিসে গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট জমা দিতে হবে। পড়া বা সেই কাজ নিয়ে খুব সিরিয়াস ভাবে বসিও, কিন্তু তৎক্ষনাৎ ফোনের নোটিফিকেশনের শব্দে সাথে সাথে মনযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফোনটা হাতে নেই, নোটিফিকেশন চেক করার পর কারণ ছাড়াই সোসাল মিডিয়া স্ক্রল করতে করতে, রিল দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা চলে যায়।