মানিকগঞ্জের তাঁতের শাড়ির প্রচারণায় ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) ই-কমার্স সংবাদ by খাতুনে জান্নাত আশা - July 23, 2022July 25, 20220 মানিকগঞ্জের তাঁতশিল্প এবং তাঁতের শাড়ি অনেক পুরোনো ঐতিহ্য হলেও, একে আমরা সম্প্রতি একদমই নতুনভাবে জেনেছি বলা যায়। বহুবছর ধরে মানিকগঞ্জের সাটুরিয়ায় কয়েক হাজার তাঁতি দিন-রাত কাপড় বুনে গেলেও সেগুলো মানিকগঞ্জের তৈরি বলে আমাদের জানার কোন উপায় ছিল না। কারণ তাঁতিদের পর্যাপ্ত তাঁত থাকলেও এবং উন্নতমানের কাপড় তারা বুনে থাকলেও নিজস্ব কোন বাজার তাদের এলাকায় ছিল না। মানিকগঞ্জের তাঁতিরা তাদের তৈরি শাড়ি, থ্রিপিস, গামছা, ওড়না, লুঙ্গী ইত্যাদি সব পোশাক টাঙ্গাইলের করটিয়া হাঁটে বিক্রি করতেন, টাঙ্গাইলের মহাজনরা তাদের থেকে কিনে নিত। তাই আমরা এতোকাল মানিকগঞ্জের তাঁতে তৈরি সব শাড়িগুলোকে টাঙ্গাইলের শাড়ি বলেই জানতাম। এমনকি ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) ডিজিটাল পল্লী প্রজেক্টে বানিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং ই-কমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সাথে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অনলাইনে প্রচারণা কাজ শুরুর