মাসলাইস কটন শাড়ির বিশেষত্ব পিয়াসী by খাতুনে জান্নাত আশা - January 18, 20220 আমার দেশীয় শাড়ির উদ্যোগ পিয়াসী'র ফোকাস পন্য হলো মাসলাইস কটন শাড়ি এর বিশেষত্বসমূহ নিম্নরূপ- * এই শাড়িটা হাই কোয়ালিটির কটন যা সর্বোচ্চ আরাম দেয় এবং একিসাথে ইউনিক একটা লুকও দেয়, কারন এটা কটন হয়েও খুব গ্লেসি। আর স্পেসিফিক ভাবে এটা কাস্টমারের যে সমস্যার সমাধান দেয় তা হলো- • যে সব কাস্টমার শাড়ি পড়া নিয়ে খুব আন- কমফোর্টেবল ফিল করে, তাই ইচ্ছে থাকলেও শাড়ি পড়তে পারে না, তাদের জন্য এই শাড়িটা পারফেক্ট, কারণ এটা সর্বোচ্চ কমফোর্টেবল অনুভূতি দেয়ার মতো একটা কাপড়। • রেগুলার অফিসে পড়ার জন্য যারা আরামদায়ক আর স্ট্যান্ডার্ড শাড়ি খোঁজেন, তাদের জন্যও এই শাড়িগুলো বেস্ট চয়েস হবে। • অনেকের সুতি শাড়ি নিয়ে ভয় থাকে যে ফুলে থাকবে, কুচি সেট হবেনা, তাদের ভয়ও এই শাড়ি দূর করে দিবে। • এমনকি যে কোন প্রোগ্রামে পরার জন্যও এই শাড়ি