টিমওয়ার্ক (Teamwork) বলতে কি বোঝায়? আদর্শ টিমের বৈশিষ্ট্য Basic Knowledge শিক্ষা by খাতুনে জান্নাত আশা - September 24, 2021September 24, 20210 টিমওয়ার্ক (Teamwork) - Greater than the sum of its parts টিমওয়ার্ক (Teamwork) বলতে আমরা কি বুঝি? সহজভাবে বলা যায়, কয়েকজন মানুষ একসাথে হয়ে যখন কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে, সেটাকে সফল করতে নিজেদের সর্বোচ্চটা একত্রিত করে একটা অভিন্ন শক্তি হিসেবে কাজ করে, তখন সেটাকে বলা যায় টিমওয়ার্ক (Teamwork)। এরিস্টটল বলেছিলেন, ‘The whole is greater than the sum of its parts’। অর্থাৎ কোনো কিছুর পরিপূর্ণরূপ, এর আলাদা আলাদা অংশগুলোর যোগফলের থেকে বড়। টিমওয়ার্কের ক্ষেত্রে এই উক্তিটি খুব বেশিই সত্য। একটা টিম গঠিত হলে এর প্রত্যেকটা সদস্যের মাঝে যে পরিমাণ দক্ষতা এবং কোয়ালিটি আছে সবকিছু একসাথে হয়ে এমন এক শক্তিতে পরিণত হয়, যা অপ্রতিরোধ্য। এই পুরো শক্তি এক হয়ে কাজ করে নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং স্বার্থকে সাইডে রেখে। কিন্তু একটি ভালো টিমের মূল বৈশিষ্ট্যগুলো কি? কিভাবে একটা