টিমওয়ার্ক (Teamwork) বলতে কি বোঝায়? আদর্শ টিমের বৈশিষ্ট্য Basic Knowledge শিক্ষা by খাতুনে জান্নাত আশা - September 24, 2021September 24, 20210 টিমওয়ার্ক (Teamwork) - Greater than the sum of its parts টিমওয়ার্ক (Teamwork) বলতে আমরা কি বুঝি? সহজভাবে বলা যায়, কয়েকজন মানুষ একসাথে হয়ে যখন কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে, সেটাকে সফল করতে নিজেদের সর্বোচ্চটা একত্রিত করে একটা অভিন্ন শক্তি হিসেবে কাজ করে, তখন সেটাকে বলা যায় টিমওয়ার্ক (Teamwork)। এরিস্টটল বলেছিলেন, ‘The whole is greater than the sum of its parts’। অর্থাৎ কোনো কিছুর পরিপূর্ণরূপ, এর আলাদা আলাদা অংশগুলোর যোগফলের থেকে বড়। টিমওয়ার্কের ক্ষেত্রে এই উক্তিটি খুব বেশিই সত্য। একটা টিম গঠিত হলে এর প্রত্যেকটা সদস্যের মাঝে যে পরিমাণ দক্ষতা এবং কোয়ালিটি আছে সবকিছু একসাথে হয়ে এমন এক শক্তিতে পরিণত হয়, যা অপ্রতিরোধ্য। এই পুরো শক্তি এক হয়ে কাজ করে নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং স্বার্থকে সাইডে রেখে। কিন্তু একটি ভালো টিমের মূল বৈশিষ্ট্যগুলো কি? কিভাবে একটা
টিম ম্যানেজমেন্ট কি, কেন, কিভাবে? Basic Knowledge Blog by খাতুনে জান্নাত আশা - August 10, 2021August 10, 20210 টিম ম্যানেজমেন্ট(Team Management) কি, কেন, কিভাবে? পুরো টপিক লিখার আগে একটা গল্প বলি। হলি নিয়ে একটা কাজ আমার দ্বায়িত্বে আসে। প্রথম ক'দিন আমি একা কাজ করার পর বুঝতে পারলাম, সবকিছু একা করতে গিয়ে আমি আমার ক্লাস থেকে পিছিয়ে যাচ্ছি। যেহেতু তখন ফাইনাল ইয়ার ও ক্লাসের লিডার আমি, তাই কয়েকজনকে ডেকে বুঝিয়ে বললাম এই কাজটা আমার একটা তো সম্ভব হচ্ছে না। কিভাবে কি করা যায়! লাইব্রেরিতে সবাই একসাথে বলে উঠলো, বৃহস্পতিবার সব হবে। কেননা ওইদিন আমাদের আইটেম শেষ হয়, সেইসাথে শেষ হয় রবিবার পর্যন্ত চিল করার দিন। আইটেম শেষে আমরা সব কেনাকাটা গুছিয়ে নিলাম। যে কাজ করতে গিয়ে আমি পিছিয়ে যাচ্ছিলাম সেই কাজ সবাই টেকেল দিয়ে ফেলছে মুহুর্তে। ছোট থেকেই একটা কথা আমরা শুনে এসেছি যে, দশের লাঠি একের বোঝা। এই কথাটির মাঝেই সমাধান নিহিত। টিম ম্যানেজমেন্ট (Team Management) এখানে টিম
টিম ম্যানেজমেন্ট কি, কেন, কিভাবে? Basic Knowledge Blog by খাতুনে জান্নাত আশা - August 10, 20210 টিম ম্যানেজমেন্ট (Team Management) কি, কেন, কিভাবে? আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু কাজ আছে যা আমরা একা করতে পারি না। এজন্য আমাদের চারপাশের মানুষের থেকে সাহায্যের প্রয়োজন হয় বা একসাথে কাজ করার প্রয়োজন হয়। আর এই মানুষ গুলোর সেই কাজ গুলো করতে, একত্রে আলোচনা, শেয়ারিং ও কাজ করার দরকার হয়। কিন্তু, সমস্যা হচ্ছে এই যে মানুষ গুলো একসাথে কাজ করবে ঠিক। কিন্তু তারা যদি ভিন্ন উদ্দেশ্যের হয়ে থাকে তাহলে তারা কখনোই একসাথে কাজ করতে পারবে না। একটা উদ্দেশ্য স্থির করে, এই মানুষ গুলো একসাথে কাজ করাই হলো টিম ওয়ার্ক। এই ধরনের টিম ওয়ার্ক দেখা যায় অফিস -আদালতে বা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এ। আর এদের মধ্যে যে এই টিম ওয়ার্ক এর স্ট্রাকচার সাজিয়ে সবার মধ্যে কাজ ভাগ করে দেবে ও নিজেও কাজ করবে সেই হলো টিম লিডার। আর তার