কিশোর ক্লাসিক-গোয়েন্দা টম সয়্যার বুক সামারি & রিভিউ by খাতুনে জান্নাত আশা - August 21, 20210 "গোয়েন্দা টম সয়্যার" মার্ক টোয়েন টম আর হাকলবেরি ফিন জাহাজে করে যাচ্ছিল আরকানসে ওর আঙ্কেলের বাড়ি। সেই জাহাজে হঠাৎ পেয়ে গেলো রহস্যের গন্ধ! জানতে পারল এই জাহাজে করেই যাচ্ছে এক হীরা চুর! ছদ্মবেশে হীরাচুরের সাথে কথা বলে ওকে সাহায্য করার আশ্বাস দিয়ে সে জানার চেষ্টা করতে লাগল আসল ঘটনা টা কি। ওরা ৩জন মিলে ১২ হাজার সমমূল্যের ২টা হীরা চুরি করেছিল। ৩জন ২টা হীরা কি করে ভাগ করে নিবে! চুরি করার পর থেকেই তাই ৩ জনের মনেই কুমতলব এঁটেছিল কি করে অন্য দুজনকে ফাঁকি দিয়ে নিজেই হীরাগুলো দখল করা যায়। আরেকটা মজার ব্যাপার হলো, টমের সাথে কথা বলা চোর টা ওর পরিচিত, ওর সাইলাস আঙ্কেলের বাড়িতে কাজ করা জুপিটার ড্যানলপেরই জমজ ভাই জ্যাক ড্যানলপ, যে বহুবছর জেলএ ছিল। এই জ্যাক আর ক্লেটন মিলে ওদের সারগেদ বাড ডিকসন