কিশোর ক্লাসিক- নভোচারী টম সয়্যার (মার্ক টোয়েন) বুক সামারি & রিভিউ by খাতুনে জান্নাত আশা - September 23, 20210 কিশোর ক্লাসিক- নভোচারী টম সয়্যার মার্ক টোয়েন টম সয়্যার ছেলেটা সব সময় শুধু সুযোগ খোঁজে কি করে গায়ের লোকদের চমকে দিতে পারবে, আর ওদের মুখে মুখে ওর প্রশংসনীয় নাম শুনতে পাবে। তাই পায়তারা করে বিখ্যাত হওয়ার মতো কিছু করার, আর ওর সাথে সব সময় আঠার মতো তো লেগে আছেই বন্ধু হাকলবেরি ফিন। তো এইবার তাদের আকাঙ্ক্ষিত সুযোগ আবারও এসে গেলো। এক পাগলাটে আর ক্ষেপাটে বিজ্ঞানী বেলুনের সাথে নৌকা লাগিয়ে বানিয়েছে অদ্ভুত এক আকাশযান, এটা চড়ে নাকি সে ইউরোপ পারি দিবে। গায়ের লোকরা তো এটা দেখে হেসেই খুন। কিন্তু টম সেই আকাশযানে উঠে পড়ল তাদের চাকর জিম আর বন্ধু ফিন কে নিয়ে। শুরু হলো এই অদ্ভুত যানে চড়ে আকাশপথে বিশ্বভ্রমণ। বিজ্ঞানী ওদেরকে এই যান চালানোও শিখিয়ে দিল আর বন্দুক নেড়ে ভয় দেখিয়ে বলল যেনো কোনো চালাকি