যখন কোনো কারণে আমার মন বিক্ষিপ্ত হয়ে থাকে, অস্থিরতা কাজ করে, কোনো কিছুতে মনযোগ দিতে পারি না, ঠিক তখনই আমি কিশোর ক্লাসিক নিয়ে বসি। আর পড়তে শুরু করলে একটা গল্প একবারে শেষ না করে উঠা সম্ভব হয় না। গল্পটা শেষ করার পর তবেই মন শান্ত হয়, স্থির হয়। নিয়মিত ক্লাসিকগুলো পড়লেও এখন আর সবগুলোর রিভিউ লেখা হয়ে উঠে না। মাঝে মাঝে সময় সুযোগ মিলে গেলে তবেই লিখতে বসি। এই যেমন আজকে লিখতে ইচ্ছে করছে সময়ও মিলে গিয়েছে। কিছু ক্লাসিক খুব বেশিই হালকা করে, নির্ভার করে আমাকে। গতকাল তেমনি একটা গল্প পড়ার সুযোগ হয়েছে। সুইস রাইটার জোহানা স্পাইরির “হেইডি” পড়তে পড়তে যেন আমার ছোটবেলায় চলে গিয়েছিলাম কিছু সময়ের জন্য। হেইডির সাথে আমারও আল্পস পর্বতের সেই নিবিড় সান্নিধ্যে হারিয়ে যেতে ইচ্ছে হচ্ছিল ভীষণ। আসলে মানুষের জীবনে প্রকৃতির