গল্পটা আমার এক ক্রেতার পিয়াসী by খাতুনে জান্নাত আশা - January 18, 2022January 18, 20220 "গল্পটা আমার এক ক্রেতার" মেয়েটার হঠাৎ মাথায় এলো- মধুচন্দ্রিমায় যেহেতু সেন্টমার্টিন যাচ্ছে, তবে একটা শাড়ি নিয়ে গেলে কেমন হয়! শাড়ি পরে বালিয়াড়ি তে বসে সূর্যাস্ত দেখবে, পূর্নিমার জোছনায় গা ভাসিয়ে পা ভিজিয়ে হাঁটবে দুজন বিশাল সমুদ্রতটে! তার ভাবনাটা হাজবেন্ডের সাথে শেয়ার করতেই, সে বলল- "হুমম! তবে তুমি সাথে একটা নীল শাড়িই নাও, নীল শাড়ি আর নীল সমুদ্রে একাকার হোক।" কিন্তু সদ্য বিবাহিতা মেয়েটার সংগ্রহে একটা নীল শাড়ি তো নেই, তবে কি করা যায়! ঠিক তখনই চোখ পরে পিয়াসী'র নীল শাড়ির কালেকশনে। পিয়াসীতে নীলাঞ্জনাদের কালেকশন তো অনেক, তাই মেয়েটা নিজের জন্য কোনটা বেছে নিবে কনফিউজড হয়ে যায়। অনেক চিন্তা ভাবনার পরই সে একটা দেশীয় হ্যান্ডলুম তাঁতে বোনা নীল শাড়িকে তার মধুচন্দ্রিমায় সঙ্গী করে নেয়। আমি অপেক্ষায় আছি নীল শাড়ি পরিহীতা সেই সুশ্রী ক্রেতাকে কবে দেখব সেন্টমার্টিনের বালিয়াড়ি তে। প্রতিদিন