Baidu vs Google(Search Engines): How They Differ ই-কমার্স প্রযুক্তি বিজনেস সংবাদ by খাতুনে জান্নাত আশা - August 19, 2021August 19, 20216 সেদিন হঠাৎ দেখি আমার ব্লগে Baidu থেকে ভিজিটর এসেছে, আমি তখন জানিনা এটা কি জিনিস! সার্চ ইঞ্জিন হিসেবে দেখাচ্ছিল তাই বুঝলাম কোনো একটা দেশের নিজস্ব সার্চ ইঞ্জিন হয়ত। কৌতূহলী হয়ে তাই ঢুকে দেখি এটা চীনের নিজস্ব সার্চ ইঞ্জিন। খুব অবাক লাগছিল এর সার্চ লিস্টে ইনডেক্সিং ছাড়াই আমার ইংলিশ সাব ডোমেইন পাচ্ছে দেখে আর সেটা থেকে বাংলা ব্লগেও এসেছে ভিজিটর! তাই ভাবলাম Baidu নিয়ে আরেকটু ডিটেইলস স্টাডি করি। পড়ে যা পেয়েছি তাই শেয়ার করছি আমার এই লেখায়। Baidu যেহেতু একটা সার্চ ইঞ্জিন তাই গুগলের সাথে এর মিল অমিল জেনে নেই। Baidu vs. Google: An Overview গুগল হচ্ছে গ্লোবাল সার্চ ইঞ্জিন, আর Baidu চীনের নিজস্ব সার্চ ইঞ্জিন। ২০১০ সাল থেকে চীনে গুগল পার্শিয়ালি রেস্ট্রিক্টেড করা হয়েছে বিভিন্ন সিকুরিটি ইস্যুর কারণে। চীন থেকে Google.com সার্চ করলে এখন সরাসরি