দত্তা – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (উপন্যাস রিভিউ) বুক সামারি & রিভিউ by খাতুনে জান্নাত আশা - November 30, 2021December 1, 20210 দত্তা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (উপন্যাস রিভিউ) “দত্তা” শরৎচন্দ্রের কালজয়ী রোমান্টিক উপন্যাস হিসেবে আজও একিরূপ সমাদৃত প্রকাশের ১০৩ বছর পরেও। বাংলার এই জনপ্রিয় লেখক তাঁর লেখণীতে সব সময়ই কুসংস্কারাচ্ছন্ন সমাজের অসামঞ্জস্যতা, দারিদ্র, অবহেলিত নারীদের দু;খগাথাসহ বিভিন্ন সামাজিক ক্ষতগুলোর প্রকাশ ঘটিয়েছেন। “দত্তা” রোমান্টিক উপন্যাস হলেও তাই এটি অন্তঃর্নিহিত অনেক তাৎপর্যই বহন করে, যা গভীরভাবে উপলব্ধির বিষয়। বিশিষ্ট জনেরা এর মূল্ভাব বহুভাবে ব্যাখ্যা করে এসেছেন বহু বছর ধরে, আজ আমি চেষ্টা করছি আমার নিজস্ব চিন্তার গভীরতা দিয়ে একে বিশ্লেষন করার উপন্যাসের দৃশ্যপটগুলো সংক্ষেপে তুলে ধরার পাশাপাশি। মানুষ বড় হওয়ার সাথে সাথে পারিপার্শ্বিকতার পাশাপাশি তাদের চিন্তাভাবনা এবং স্বপ্নের মাঝে আমূল পরিবর্তন ঘটতে থাকে৷ কখন কার জীবন কিরূপে পরিবর্তিত বা আবর্তিত হবে, কখন কোন পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হবে সেটা আগে থেকে অনুমান করা প্রায় অসম্ভব। এই উপন্যাসের