অনলাইন বিজনেসে ডেলিভারি চার্জ ফ্রি করবেন কেন? Uncategorized by খাতুনে জান্নাত আশা - February 7, 2022February 7, 20220 মানুষ কোটি কোটি টাকা খরচ করে গাড়ি কিনে, বাড়ি করে। কিন্তু সরকার নির্ধারিত কয়েক হাজার টাকা টেক্স, ভ্যাট থেকে বাঁচতে হাজারও ছল ছাতুড়ির আশ্রয় নেয়। এর কারণ কি? ব্যাপারটা আসলে যতটা না যৌক্তিক, তার থেকে বেশি সাইকোলজিকাল। সাইকোলজিকালিই মানব মস্তিষ্ক কোন এক্সট্রা চাপ সহ্য করতে পারেনা। তাই মস্তিষ্ক ভাবে যা খুশি একবারে নাও বাবা বাড়তি কিছু আর দিতে বল না। এজন্যই কিন্তু ডিরেক্ট আর ইনডিরেক্ট দুই পদ্ধতির টেক্স সরকার নির্ধারণ করে থাকে। আর ইনডিরেক্ট টেক্স থেকেই সরকারের উপার্জন বেশি হয়। ইনডিরেক্ট টেক্সের উদাহরণ হচ্ছে ভ্যাট- যা কোন জিনিস বা সেবার উপর আরোপ করে মূল দামের সাথে যোগ করে তারপর তার বাজার মূল্য নির্ধারণ করা হয়, যা ক্রেতাদেরকে আলাদাভাবে জানানোর প্রয়োজন পরে না। (কেউ আবার টেক্স ভ্যাট ফাঁকি দেয়ার পায়তারা করবেন না কিন্তু।