পার্সোনাল ব্রান্ডিং(Personal Branding) কি? ই-কমার্স বিজনেসে এর গুরুত্ব ই-কমার্স বিজনেস by খাতুনে জান্নাত আশা - October 31, 2021November 1, 20212 পার্সোনাল ব্রান্ডিং কি? ই-কমার্স বিজনেসে এর গুরুত্ব পার্সোনাল ব্রান্ডিং নিয়ে ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ থেকে সার্চ করে আমার ৫ ঘন্টা পড়াশোনা ও তারপর দেড় ঘন্টা সময় দিয়ে এই লেখাটি সাজাতে পেরেছিলাম, সেটার সাথে আবার কিছু লেখা ও ভাষা সংযোজন করে আজকের টপিক টি তুলে ধরলাম আমার মতো করে কেয়া সোপ এর এড নিশ্চয়ই দেখেছেন সবাই। বাংলাদেশী সাবান কিন্তু, ব্যবহার করি কয়জনহয়তো ভুলেই গেছি, মনে আছে মৌ এর কথা মৌ-নোবেল বাংলাদেশে এখন পর্যন্ত মডেল দের মধ্যে যারা জনপ্রিয়তার শীর্ষে। কেয়া সোপ এর এড কিন্তু পরবর্তীতে বিদ্যা সিনহা মিমও করেছে কিন্তু সেই টিভিসি আমরা ক'জন দেখেছি বা জানি মৌ কে কিন্তু ঠিক মনে আছে, তখনকার টিভিসির সব ডায়লগও মুখস্থ হয়তো আমাদের সবার। "Keya Super Lemon Soap, Freshness goes all day long." কেয়া সোপ কে ভুলে গেলেও মৌ-নোবেল এর কথা কিন্তু এখনো ভালবেসে মনে রাখছি। আরিফা