ই-কমার্স দিবস: চলতি বছর হবে দেশি পণ্যে ই-কমার্সের বছর ই-কমার্স বিজনেস সংবাদ by খাতুনে জান্নাত আশা - July 26, 2021August 2, 20210 খাতুনে জান্নাত আশা, ময়মনসিংহ জেলা প্রতিনিধি, টেকজুম টিভি// Wednesday, 7 April, 2021 বাংলাদেশের ই-কমার্স খাতের উন্নয়ন সাধন এবং সাম্প্রতিক বিশ্ববানিজ্যের সাথে তাল মেলাতে বাংলাদেশের ট্র্যাডিশনাল বানিজ্যকে ডিজিটালাইজেশনের মাধ্যমে শক্তিশালী ই-কমার্স ইন্ডাস্ট্রীতে রূপান্তর করার বৃহত্তর লক্ষ্য নিয়ে ২০১৫ সালে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) যাত্রা শুরু হয়েছিল রাজীব আহমেদের হাত ধরে এবং সেই বছরেই ৭ এপ্রিলকে ই-কমার্স দিবস এবং এপ্রিল মাসকে ই-কমার্স মাস হিসেবে ঘোষনা দিয়েছিলেন তিনি। ২০১৫ সাল থেকেই তাই প্রতিবছর ৭ এপ্রিল ই-কমার্স দিবস হিসেবে পালন করছে ই-ক্যাব। বাংলাদেশের ই-কমার্স এর যে সম্ভাবনা এবং স্বর্নযুগ সামনে আসতে চলেছে, সেটা বুঝতে পেরেই রাজীব আহমেদ দেশের সম্ভাবনাময় ই-কমার্স খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন বেগবান করতে ও সারা দেশে ই-কমার্সবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ই-ক্যাব প্রতিষ্ঠা করেছিলেন। ই-কমার্সে সত্যিই অভাবনীয় পরিবর্তন এসেছে গত কয়েক বছরে। ইতিমধ্যেই ২ বিলিয়ন ডলারের