আমার খুব ইচ্ছা ছিল লেখক হবার। চাকুরি বাকরি করবো না- শুধু লিখবো। পত্রিকা, ম্যাগাজিন আর বই লিখবো। অনেক কিছু লিখবো এমন চিন্তা ছিল। গল্প, উপন্যাস, রিসার্চ আর্টিকেল, আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতি, খেলা, কম্পিউটার বা আইসিটি এমনি অনেক টপিকে অনেক কিছু লেখার চিন্তা ছিল। অল্প লোক পড়লেও আমার কোন আপত্তি ছিল না।তাই ২০০২ সালের ১ জানুয়ারি মানে আজ থেকে ২১ বছর আগে সাইবার ক্যাফেতে বসে পড়ি ইন্টারনেট নিয়ে জানার উদ্দেশ্যে। সেখানেও চিন্তা ছিল অনলাইনে লিখবো এবং লিখেছি অনেক। ব্লগে লিখেছি আর গত প্রায় ৯ বছর ধরে ফেইসবুকে।ফেইসবুকে লেখালেখি শুরু হয় অনেকটা দুর্ঘটনা ক্রমে বা হটাৎ করেই। ই-ক্যাব এর প্রেসিডেন্ট এর দায়িত্ব নিতে হয় কারন অন্য কেউ একদম শূন্য থেকে ই-কমার্স ইন্ডাস্ট্রিকে দাঁড় করাতে আগ্রহী ছিল না। তখন আমার ফ্রেন্ড লিস্টে মনে