ভৌগোলিক নির্দেশক বা জিআই হলো কোনো একটি এলাকার বিশেষ কোনো পণ্য নির্দেশক চিহ্ন। আর ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য বলতে কোনো একটি এলাকার বিশেষ সেই পণ্যকে নির্দেশ করে যে পণ্যটির বিশেষ বৈশিষ্ট্য, সুনাম, গুনাবলি এবং বিশেষত্ব উক্ত এলাকার সাথে গভীর ভাবে সম্পর্কিত এবং উক্ত এলাকার পরিচয় বহন করে। কোনো পণ্য জিআই স্বীকৃতি পেলে সেই পণ্যের আইনি সুরক্ষা নিশ্চিত হয়, যার মাধ্যমে পণ্যটির উৎপাদনকারি এলাকা, উৎপাদক এবং ব্যবসায়ীরা একচেটিয়া অধিকার এবং বিশেষ নিরাপত্তা লাভ করে। জিআই এর মাধ্যমে পণ্যের সঠিক ব্র্যান্ডিং নিশ্চিত হয়, এতে ক্রেতারাও বিশেষ সেই পণ্যটিকে সহজে আলাদা করতে পারে। হস্তশিল্প, কৃষি পণ্য, শিল্প পণ্য, উৎপাদিত পণ্য, বিশেষ খাদ্যদ্রব্য, পানীয় ইত্যাদি জিআই হতে পারে। জিআই স্বীকৃতি দেয়ার জন্য বিবেচ্য বিষয়গুলো হলো- দেশের কোন এলাকায় সহজে পাওয়া যায়, এর পেছনে ওই এলাকার কী