আইপি এড্রেস (IP Address) কি? এর কাজ, ভার্সন এবং প্রকারভেদ প্রযুক্তি by খাতুনে জান্নাত আশা - September 8, 2021September 8, 20214 আইপি এড্রেস (IP Address) ইন্টারনেট একটা আলাদা জগত। সেই জগতে আপনার পরিচয় বা ঠিকানা কি? কি পরিচয়ে আপনি ইন্টারনেট ব্যবহার করছেন, বিভিন্ন ডাটা বা তথ্য আপনার ডিভাইসে করায়ত্ত করছেন? যেহেতু আমাদের জীবনযাত্রা এখন টোটালি ইন্টারনেট নির্ভর হয়ে পরেছে, তাই এই জগতের সবকিছু সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকা চাই। আর তাই ইন্টারনেট জগতে আপনার পরিচয় এবং ঠিকানা সম্পর্কে জানতে হলে আইপি এড্রেস কি এবং কিভাবে কাজ করে জানতে হবে, এর সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। আইপি এড্রেস(IP Address) কি? আইপি এড্রেস নামটা প্রায় সবারই বেশ পরিচিত। কিন্তু এটার মানে আসলে কি, এই সম্পর্কে হয়ত বা স্পষ্ট ধারণা সবার নেই। এই লেখাটা তাদের জন্যই। আইপি এড্রেস (IP Address) এর পূর্ণরূপ হল "ইন্টারনেট প্রোটোকল এড্রেস (Internet Protocol Address)" । IANA(Internet Assigned Numbers Authority) সংস্থা আইপি এড্রেস ম্যানেজমেন্ট করে থাকে। আপনার ফোন,