ইকোনমিক বাবল (Economic Bubble) কি? কারণ ও প্রকারভেদ World Economy by খাতুনে জান্নাত আশা - August 9, 2021September 8, 20210 Economic Bubble/ইকোনমিক বাবল ** ইকোনমিক বাবল (Economic Bubble) কি? Economic Bubble ইকোনমিক সাইকেলেরই একটা অংশ। তবে এই টার্মটা নিয়ে Economist রাই একমত হতে পারে না। কারণ Economic Bubble কেন কিভাবে শুরু হয়ে যায়, এটা যেমন আগে থেকে Measure করা যায় না। তেমনিভাবে একটা শুরু হয়ে গেলে সেটাকে নিয়ন্ত্রণ করা যায় না। আর প্রত্যেকটা Economic Bubble এর সৃষ্টি হওয়ার পর সেটা নিয়ে প্রতিনিয়ত গবেষণা আর তর্ক বিতর্ক চলতেই থাকে। ** এর প্রধান বৈশিষ্ট্য হল- কোনো সম্পদের দাম দ্রুত বাড়তে থাকে এবং এর Intrinsic/fundamental value থেকে অনেক গুন বেড়ে যায়। সেই সম্পদ হতে পারে জমি বা বাড়ি, স্বর্ণ, স্টক, ক্রিপ্টোকারেন্সি, নতুন কোনো প্রযুক্তি বা যে কোনো সম্পদ। আমরা সাধারণত জানি যে, কোনো জিনিসের দাম এর ডিমান্ড সাপ্লাই এর উপর ভিত্তি করে বাড়ে। তবে এক্ষেত্রে ডিমান্ড সাপ্লাই