“আকাশ যারা করল জয়”- রাইট ব্রাদার্সদের গল্প বুক সামারি & রিভিউ by খাতুনে জান্নাত আশা - September 14, 20210 "আকাশ যারা করল জয়" রাইট ব্রাদার্সদের নিয়ে লেখা এই বইটা পড়ে শেষ করেছি। পড়ে যা মনে হলো, ওদের মা সুসান রাইটই গল্পের মূল নায়িকা। ছেলে মানুষী স্বভাব, তবে বেশ বুদ্ধিমতী একজন নারীর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আমি তার মাঝে। আর আদর্শ একজন মা মনে হচ্ছে উনাকে যিনি সব ব্যাপারেই পজিটিভ এবং বাচ্চাদের কোনো কথা বা কাজ কে কখনো হেয়ালী করে উড়িয়ে দেন না। বরং উনার প্রতিটি কথা কাজ বাচ্চাদের সব কাজের আগ্রহ বাড়িয়ে দেয়। এজন্য উনাকে অবশ্য অনেক কটু কথাও শুনতে হয় যে, বাচ্চাদের বেশি প্রশ্রয় দিয়ে নষ্ট করে ফেলছেন। তাতেই বা কি! লোকের কথায় কি আসে যায়! উনি তো জানেন, উনি সন্তানদের সঠিক পথেই গাইড করছেন। আমরা সাধারণত দেখতে পাই, বাচ্চারা খুব বেশি কৌতূহলী হয়। এটা কি? ওটা কি? কেন হলো? এসব হাজার টা প্রশ্ন