কিশোর ক্ল্যাসিক (আইভানহো) বুক সামারি & রিভিউ by খাতুনে জান্নাত আশা - August 4, 20210 "আইভানহো" স্যর ওয়াল্টার স্কট ষোল শতকের ইংল্যান্ডে এই কাহিনীর সূত্রপাত হয়েছিল। এর নায়ক এক দুঃসাহসী বীর আইভানহোর নামানুসারেই গল্পটির নামকরণ করা হয়েছে। আইভানহো ছিল তখনকার রাজা রিচার্ডের ভীষন প্রিয়ভাজন মানুষ। রাজা রিচার্ড তার ভাই জন কে দেশ পরিচালনার ভার দিয়ে ক্রুসেড যুদ্ধে অংশগ্রহণ করে আইভানহো নিয়ে। কিন্তু জন আভিজাত্য আর সিংহাসনের লোভে পরে যায়, সাময়িক এই শাসনভার কে স্থায়ী করে নিতে চায় সে। জন হলো এক অত্যাচারী রাজা, যাকে প্রজারা মোটেই পছন্দ করে না, তারপরও সে কিছু স্বার্থান্বেষী নাইট টেম্পলার পেয়ে যায়, তাকে স্বমর্থন করার জন্য এবং সবাই মিলে ষড়যন্ত্র করে রিচার্ড কে ফ্রান্সে বন্দী করে রাখে, আর জনকে পাকাপোক্ত ভাবে সিংহাসনে বসানোর জন্য পরিকল্পনা আটতে থাকে। ইংল্যান্ডে তখন খ্রীস্টান ছাড়াও ছিল তিন জাতির বসবাস- স্যাক্সন, নরম্যান আর ইহুদি। এরা একে অপরের শত্রু ছিল বলা যায়,