You are here
Home > প্রযুক্তি > ইন্টেল কর্পোরেশন (Intel)

ইন্টেল কর্পোরেশন (Intel)

Spread the love

Intel- World’s one of the best Mirco chip manufacturing Firm.

১৯৭১ সালের শেষ দিকে যখন রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ বিজয়ের প্রস্তুতি নিচ্ছিল, তার ঠিক এক মাস আগেই ১৫ নভেম্বর “ইন্টেল ৪০০৪” মাইক্রোপ্রসেসর বাজারে ছেড়ে বিশ্বজয়ের প্রস্তুতি নিয়েছিল ইন্টেল নামক আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান।

ইন্টেল (ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স কর্পোরেশন) বানায় কম্পিউটারের ব্রেন, অর্থাৎ হার্ডওয়্যার প্রসেসর, যা প্রোগ্রামেবল গাণিতিক সংকেত দিয়ে কম্পিউটার অপারেশন নিয়ন্ত্রন ও সম্পাদন করে থাকে।

ইন্টেল মাইক্রোপ্রসেসর চিপ নিয়ে তাদের যাত্রা ১৯৭১ সালে শুরু করলেও নব্বই এর দশকে এসে তারা সফলতার মুখ দেখতে শুরু করে।
ইন্টেলের প্রথম জনপ্রিয় মাইক্রোপ্রসেসর চিপ হচ্ছে ১৯৯৩ সালে বাজারজাতকৃত ৩২ বিটের পেন্টিয়াম সিরিজের চিপ।
১৯৯৫ সালে এসে তারা প্রথম প্রসেসর বের করে সার্ভার ও ওয়ার্ক স্টেশনের জন্য, যার নাম ছিল পেন্টিয়াম প্রো।

ইন্টেলের প্রধান প্রতিযোগী ছিল এমএমডি। যদিও আমরা এর সাথে বেশি পরিচিত নই। তারপরও এমএমডি ইন্টেলের তুলনায় ছোট কোম্পানি হলেও একে ইন্টেল বেশ সমীহ করেই চলেছে এবং নিজেদেরকে প্রতিনিয়ত আপডেট করেছে যেন এমএমডি ওদেরকে ছুতে না পারে।

১৯৯৮ সালে ইন্টেল ওদের সেলেরন সিরিজ বের করে এমএমডিকে টেক্কা দেয়ার জন্যই।

২০০৭ সাল থেকে ইন্টেল নিজেদেরকে প্রযুক্তি পরিবর্তনের সাথে আপডেট রাখতে শুরু করে তাদের টিকটক প্রসেসর মডেল পরিবর্তন।

এই টিকটক কিন্তু চায়না সেই টিকটক এপ্স না!🙄

এখানে টিক মানে বোঝানো হয় ম্যানুফ্যাকচার প্রযুক্তির প্রসেসর তৈরী হবে, আর টক দিয়ে বোঝায় নতুন মাইক্রো আর্কিটেকচার। মানে প্রতি বছর তারা এই টিকটক নিয়মে নতুন নতুন ফিচার এবং উন্নত পারফরমেন্সের প্রসেসর নিয়ে আসে আমাদের জন্য।

এভাবেই ২০০৭ থেকে এখন পর্যন্ত ইন্টেল আই সিরিজের Corei3, Corei5, Corei7 & সর্বশেষ Corei9 প্রসেসর নিয়ে এসেছে প্রযুক্তি বিশ্বকে মাতিয়ে রাখতে।

আমার লেনোভো কোম্পানির ল্যাপটপটা ২০১৪ সালে কিনেছিলাম, intel Corei3 প্রসেসর ব্যবহার করা হয়েছে এতে।
তখন intel Corei3 ই বেশ আপডেট ভার্সন ছিল আমাদের দেশের সাধারণ ইউজার দের জন্য। আমাকে এটা বিগত ৬টা বছর বেশ ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছে।


Spread the love
খাতুনে জান্নাত আশা
This is Khatun-A-Jannat Asha from Mymensingh, Bangladesh. I am entrepreneur and also a media activist. This is my personal blog website. I am an curious woman who always seek for new knowledge & love to spread it through the writing. That’s why I’ve started this blog. I’ll write here sharing about the knowledge I’ve gained in my life. And main focus of my writing is about E-commerce, Business, Education, Research, Literature, My country & its tradition.
https://khjasha.com

Leave a Reply

Top
%d bloggers like this: