F-commerce (এফ কমার্স) কি? Basic Knowledge ই-কমার্স বিজনেস by খাতুনে জান্নাত আশা - July 26, 2021August 3, 20210 Spread the lovemore এফ কমার্স কি? এটি ই-কমার্সের একটা পার্ট, যার পূর্ণ রূপ ফেসবুক কমার্স। আমাদের মতো উদ্যোক্তা এবং ক্রেতাদের জন্য অন্যতম ভরসার জায়গা এখন এই এফ কমার্স ব্যবস্থা। ব্যবসার জন্য সবচেয়ে সহজলভ্য মাধ্যম এটি, যা সর্বসাধারণের জন্য সম্পূর্ন ফ্রী। বাংলাদেশের ৯৩% সোসাল মিডিয়া ব্যবহারকারীই নিয়মিত ফেসবুক ব্যবহার করেন। শুধু ঢাকাতেই ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ২০ লক্ষ। আর এই বিপুল জনগোষ্ঠির সাথে একদম ফ্রী তে নিজের বিজনেস কে পরিচিত করার সুযোগ করে দিয়েছে এই এফ কমার্স। এটা সত্যিই বিশাল সুযোগ। আর এই সুযোগটাই নিচ্ছি আমরা। কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে পার্সোনাল ব্র্যান্ডিং এর পাশাপাশি আমাদের উদ্যোগের ব্র্যান্ডিংও হয়ে যাচ্ছে এখানে। বাংলাদেশে শুধু এই এফ কমার্সের মাধ্যমেই ব্যবসায়িক বিনিয়োগের পরিমান ৩০০ কোটিরও বেশি, এবং এই বিশাল বিজনেস কমিউনিটির ৫০% এরও বেশি নারী। নারীরা বর্তমানে ফেসবুক ব্যবহার করে ঘরে বসেই স্বাবলম্বী হতে পারছে, পুরুষের পাশাপাশি পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারছে এটা দারুণ ব্যাপার। শুধু শহরের নারীরাই যে এক্ষেত্রে তা নয়, এফ কমার্স বিজনেস ছড়িয়ে গিয়েছে এখন প্রত্যন্ত গ্রামাঞ্চলেও। এফ কমার্স ক্রেতা বিক্রেতা উভয়ের কাজই সহজ করে দিয়েছে, তবে এর অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হলো বিশ্বস্ততা তৈরী। এই বিজনেসের সফলতার অন্যতম প্রধান চাবিকাঠি হলো সততা এবং লয়ালটির মাধ্যমে রিপিট ক্রেতা প্রাপ্তি। Like this:Like Loading... Related Spread the lovemoremore