স্টোরি টেলিং|| পার্সোনাল ব্র্যান্ডিং || বিজনেস প্রমোশন Basic Knowledge বিজনেস by খাতুনে জান্নাত আশা - September 1, 20210 Spread the lovemoreবেশ অনেকদিন আগে লিখেছিলাম লেখাটা। ব্লগে শেয়ার করছি আজ, কারণ এর মাঝে কিছু মেসেজ আছে যা পড়ে শেখার মতো কিছু পাবে পাঠক আশা করি। স্টোরি টেলিং, পার্সোনাল ব্র্যান্ডিং বা বিজনেস প্রমোশন যাই বলেন এটা একটা দারুণ উদাহরণ হতে পারে বলে আমার মনে হয়েছে, তাই শেয়ার করছি। ফেসবুকের একটা স্পন্সরড এড আমাকে এট্রাক্ট করতে সক্ষম হলো! আমি আনমনেই সেখানে ক্লিক করলাম আর ঢুকে গেলাম রকমারি’তে। দেখলাম সেটা একটা ভিডিও এড, যেখানে লেখক সাদাত হোসাইন কথা বলছেন। আশা করি এটা আমার ফ্রেন্ডলিস্টের অনেকেই অলরেডি দেখেছেন, কারণ সেই এড পোস্টে পরিচিত অনেকের রিএক্ট দেখতে পেয়েছি। আচ্ছা, এখন বলি সেই ভিডিও তে তরুন লেখক কি বলছিলেন। লেখক প্রথমে রকমারি.কম এর প্রশংসা দিয়ে উনার বক্তব্য শুরু করেছেন। একজন তরুন লেখক হিসেবে উনার ব্র্যান্ডিং এ রকমারি.কম কতটা হেল্পফুল ভূমিকা রেখেছে সেটাই উনি ব্যক্ত করেছেন। শুধু শুরুতেই না, উনার বক্তব্যের শেষটাও রকমারিকেই রিপ্রেজেন্ট করেছে। রকমারি পাঠকদের কাছে লেখকদের বই পৌছানোর কাজ সহজ করে দিয়েছে, এই যান্ত্রিকযুগেও তরুনদের বইপ্রীতি থাকার কারণ হিসেবেও উনি রকমারি কেই ক্রেডিট দিয়েছেন। তো বুঝতেই পারছেন লেখকের এ বক্তব্যের মাধ্যমে রকমারির একটা ব্র্যান্ডিং হয়েছে। প্রথম আর শেষ নিয়ে কথা হলো, এখন মাঝের অংশ নিয়ে বলি। সাদাত হোসাইনের নতুন বই এর মোড়ক উন্মোচিত হচ্ছে বইমেলা উপলক্ষ্যে। আর তাই রকমারি আগে থেকেই পাঠকদের আকর্ষন করার জন্য কিছু ইনোভেটিভ আইডিয়া লেখকের সাথে শেয়ার করলেন। লেখক শুনে দেখলেন যে, হ্যাঁ আইডিয়াগুলো দারুণ, উনি এগুলোর ইমপ্লিমেন্টেশন দেখতে চান। আইডিয়া ছিল এমন – রকমারি সাদাত হোসাইনের নতুন বই এর প্রি-অর্ডারকৃত ২০০ পাঠককের জন্য সারপ্রাইজ অফার রেখেছিলেন। সেই সারপ্রাইজ প্ল্যানের অংশ ছিল লেখকে অটোগ্রাফসহ বই দেয়া এবং লেখক নিজেই সেটা রকমারি টিম নিয়ে ডেলিভারি দিতে যাওয়া। সারপ্রাইজে যে এতো বড় চমক অপেক্ষা করছিল সেটা পাঠক রা আন্দাজও করতে পারেন নি! প্রিয় লেখক নিজেই ডেলিভারি বয়!! ভাবা যায়!! এ যে স্বপ্নের মতোই অনুভূত হবে তা কে না বলতে পারে! লেখক তার এই ডেলিভারি বয় হয়ে পাঠকের দোরগোড়ায় বই পৌঁছে দেবার সেই অভিজ্ঞতা আর অনুভূতিগুলোই ভিডিওটির মাঝের অংশে বর্ণনা করেছেন, উনার কথার পাশাপাশি সেই ডেলিভারি মুহূর্তগুলোর শর্টক্লিপও ছিল ভিডিও তে। আমি সত্যিই ফিল করতে পারছিলাম পাঠকদের সেই মুহূর্তগুলোতে কতোটা ইমোশনাল এটাচমেন্ট ছিল। এখন অবাক করা ব্যাপার বলি একটা- আমি এতো বই পড়েছি, তবে এখনো সাদাত হোসাইনের কোনো বই পড়িনি!! এমনকি উনার ফেসবুক পেইজের ফলোয়ারও আজ হলাম এই ভিডিও দেখার পর!! এই তরুণ লেখকের লেখার প্রশংসা আমি শুনি অনেক, কিছু খন্ড খন্ড লেখাও ফেসবুকের সুবাদে পড়া হয়েছে, কিন্তু কেনো জানি বই কিনে পড়ার মতো আগ্রহ অনুভব করিনি। হয়ত নতুন লেখক বলেই, হয়ত উনি এযুগের লেখক বলেই উনার লেখা বই পড়ার আগ্রহ ফিল করিনি!! আমি তবে পাঠক হিসেবে কিছুটা ব্যর্থই বলতে হবে। তবে এই ভিডিও দেখার পর আমি ভীষণরকম কৌতুহলী হয়ে উঠেছি উনার লেখার প্রতি। আমি অবশ্যই উনার বই সংগ্রহ করে পড়ব খুব শীঘ্রই, ইনশাআল্লাহ। উনার প্রতি পাঠকদের এতো ভালোবাসা দেখেই আমার আকর্ষন এতোটা তীব্রতা পেয়েছে!! তবে বলা যায়, এই যে স্পন্সরড এড দেখে এতো কিছু ফিল করে ফেললাম আমি, অবশ্যই এটা শতভাগ স্বার্থক। এর দ্বারা আমার মতো আরও বহু নতুন পাঠক পাবে রকমারি, পাঠক পাবে সাদাত হোসাইন। আর এখান থেকে কিছু আইডিয়া আমি নিজের জন্যও বের করতে পেরেছি যা পরবর্তীতে আমার বিজনেসেও কাজে লাগাতে পারব, ইনশাআল্লাহ। এই কন্টেন্ট প্রথম লিখেছিলাম Digital Skills for Bangladesh এর জন্য। Like this:Like Loading... Related Spread the lovemoremore