You are here
Home > Blog > রিসার্চ-Stages in the Research Process

রিসার্চ-Stages in the Research Process

Spread the love

একটা পরিপূর্ণ রিসার্চ একদম সিস্টেমেটিক ওয়েতে করা হয়৷ রিসার্চের ধরন যাই হোক না কেন একটা আদর্শ রিসার্চ পেপার প্রধানত ৬টা ধাপ ফলো করে, এই ধাপগুলোকে একের পর এক সিকুয়েন্স মেইনটেইন করে সাজিয়ে রিসার্চ ডিজাইন করা হয়।
আমার এই পোস্টে শুধু ধাপগুলোর নাম লিখব, পরবর্তী পোস্টগুলোতে ডিটেইলস বর্ণনা করব। কারণ প্রত্যেকটা ধাপকে ক্লিয়ারলি ব্যাখ্যা করতে একটা করে পোস্ট লিখতেই হবে, তাহলে পড়তে আর বুঝতে সহজ হবে সবার জন্য।
স্টেজগুলো নিম্নরূপঃ
1) Defining the research objectives
2) Planning a research design
3) Planning a sample
4) Collecting the data
5) Analyzing the data
6) Formulating the conclusions and preparing the report.
আরেকটা ব্যাপার এই পোস্টে শেয়ার করে ফেলি।
অর্গানাইজেশনাল বা বিজনেস রিসার্চ এর ক্ষেত্রে রিসার্চ কি প্রসিডিওর মেইনটেইন করে হবে এর সম্পূর্ন ডিসিশন নির্ভর করে ম্যানেজমেন্ট লেভেলের উপর, কারণ রিসার্চ করাই হয় তাদের ডিসিশন মেকিং এর সুবিধার জন্য। তাই উপরোক্ত স্টেজগুলোর কাজও নির্ভর করে ম্যানেজার কিভাবে চাইছে তার উপর। ম্যানেজারের সিদ্ধান্তের উপর ভিত্তি করে তাই স্টেজগুলোর কাজ দুইভাবে হতে পারে।
১) Forward Linkage:
এর মানে হলো রিসার্চের আর্লি স্টেজ অর্থাৎ রিসার্চ অবজেক্টিভগুলো আগে ঠিক করা হবে, তারপর এর ভিত্তিতে রিসার্চের ডাটা কালেকশন, স্যাম্পলিং সহ পরবর্তী ধাপগুলো ডিজাইন করা হবে।
২) Backward Linkage:
এটা বলতে বোঝায়, রিসার্চের লেটার স্টেজ অর্থাৎ ডাটা কালেকশন এবং স্যাম্পলিং প্রসিডিওর আগে ঠিক করে, তারপর তার ভিত্তিতে রিসার্চ অবজেক্টিভ ঠিক করা সহ পুরো রিসার্চ ডিজাইন করতে হবে।
আর একটা রিসার্চ আসলে কি ধরনের হবে তা আরও কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন, রিসার্সের অডিয়েন্স যদি স্টুডেন্ট হয় তবে এর ভাষা খুব সহজবোধ্য হতে হবে, আবার এক্সিকিউটিভ লেভেলের অডিয়েন্স হলে ভাষা স্ট্যান্ডার্ড হতে হবে।

Spread the love
খাতুনে জান্নাত আশা
This is Khatun-A-Jannat Asha from Mymensingh, Bangladesh. I am entrepreneur and also a media activist. This is my personal blog website. I am an curious woman who always seek for new knowledge & love to spread it through the writing. That’s why I’ve started this blog. I’ll write here sharing about the knowledge I’ve gained in my life. And main focus of my writing is about E-commerce, Business, Education, Research, Literature, My country & its tradition.
https://khjasha.com

Leave a Reply

Top
%d bloggers like this: