You are here
Home > রিসার্চ > Qualitative Research Technique -2

Qualitative Research Technique -2

Qualitative Research
Spread the love

Common Techniques used in Qualitative Research – part 2

• Depth Interview in Qualitative Research

Qualitative Research এ এটি ফোকাস গ্রুপ ইন্টারভিউ এর সম্পূর্ণ বিপরীত। যা হল রিসার্চার এবং রেসপন্ডেন্টদের মধ্যে একটি one-to-one ইন্টারভিউ প্রসেস।

এটা অনেকটা সাইকোলজিকাল বা ক্লিনিক্যাল ইন্টারভিউ এর মতো। ডাক্তার যেমন ডায়াগনোসিসের সুবিধার্থে রোগীর সব কথার ফলো আপ রাখে। তেমনি ভাবে রিসার্চারও পার্টিসিপ্যান্ট এর সব কথা ডিটেইলস শুনে নোট করে রাখবে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে।

ফোকাস গ্রুপের মতোই এই প্রসেসেও ইন্টারভিউয়ার বা রিসার্চারকে অনেক বেশি দক্ষ হতে হবে যেন পার্টিসিপ্যান্ট কে ফ্রি লি কথা বলার সুযোগ করে দিয়ে এক্সাক্ট তথ্যগুলো সংগ্রহ করে নেয়া যায়।

** Laddering:

Depth Interview এ এই টার্মটা ইউজ করা হয় নিঁখুত তথ্য সংগ্রহের জন্য। বিজনেস রিসার্চ এর ক্ষেত্রে এই প্রসেসের মাধ্যমে পার্টিসিপ্যান্ট কে বলা হয় দুইটা ব্র্যান্ডের তুলনা করতে যে, কোন ব্র্যান্ড কোয়ালিটি বেশি ভালো দিচ্ছে। তাদের সুবিধা অসুবিধাগুলোর কি পার্থক্য রয়েছে ইত্যাদি!
Depth Interview এর বড় সুবিধা হলো, রিসার্চ এর সুবিধার্থে এর মাধ্যমে যে কোনো সেনসিটিভ ইস্যু বা পার্সোনাল ইস্যু নিয়ে কথা বলা যায় পার্টিসিপ্যান্ট এর সাথে।
ফোকাস গ্রুপের থেকে এই প্রসেস বেশি খরচ সাপেক্ষ।

• Conversation

কোয়ালিটিটিভ রিসার্চের তথ্য সংগ্রহের জন্য এটা সবচেয়ে ইনফরমাল একটা প্রসেস। ইন্টারভিউ নেয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো নিয়ম মানা হয় না। যাস্ট কেউ সেই টপিকের উপর লাইভ অভিজ্ঞতার আলোকে কথা বলবে, সেটা রিসার্চার রেকর্ড করে রাখতে পারে। পরবর্তীতে ভালো করে শুনে এনালাইসিস করার জন্য।
অনেক সময় অনলাইন রিভিউ থেকেও তথ্য নেয়া হয় এটা ফলো করে। বেশির ভাগ সময় Phenomenology আর Grounded Theory (এই দুইটার মিনিং আগের কোনো লেখায় বলেছি) এর ক্ষেত্রে এই প্রসেস ফলো করা হয়।
এই প্রসেসে কোনো খরচ হয় না বললেই চলে।

• Semi-structured Interviews in Qualitative Research

এই পদ্ধতিতে রেসপন্ডেন্ডদের স্পেসিফিক কিছু ওপেন এন্ডেড প্রশ্ন করা হয় এবং প্রশ্নের আলোকে তারা ব্যাখ্যামূলক উত্তর প্রদান করে। উত্তর লেখা বা বলার ক্ষেত্রে তাদের পূর্ণ স্বাধীনতা দেয়া হয়।
এই প্রসেসেও বেশি ফান্ডিং দরকার হয় না।

• Social Networking

এই পদ্ধতিতে কোম্পানি কিছু রিসার্চ এসিস্ট্যান্ট নিয়োগ করে সোসাল মিডিয়াগুলো থেকে কোম্পানি সম্পর্কিত পজিটিভ নেগেটিভ মন্তব্য সংগ্রহ করার জন্য৷
এছাড়া বর্তমানে প্রায় সব কোম্পানি বা বিজনেসেরই নিজস্ব সোসাল মিডিয়া পেইজ, সাইট এবং একাউন্ট থাকে। যার মাধ্যমে সরাসরি কাস্টমার ফীডব্যাক নিতে পারে। আর সেইসব তথ্যের ভিত্তিতে রিসার্চার এনালাইসিস করে৷

• Free Association/Sentence Completion Method

এর মাধ্যমে রেসপন্ডেন্টের ফার্স্ট রিয়েকশন রেকর্ড করা হয়।
যেমনঃ কোনো একটা অস্পষ্ট ছবি দ্রুত দেখিয়ে জিজ্ঞেস করবে। এটা দেখার পর প্রথমেই কি মাথায় এসেছে তা শেয়ার করার জন্য। সেই রেসপন্সের উপরই রিসার্চার এনালাইসিস করবে

• Observation in Qualitative Research

এই পদ্ধতিতে সরাসরি ফিল্ড ওয়ার্ক করে অব্জার্ভ করা হয়।
যেমনঃ
রিসার্চার হয়ত কোম্পানিতে সাধারণ একজন এমপ্লয়ের মতো আসে। সবার সাথে মিশে, অফিস এনভাইরনমেন্ট এবং কর্মকর্তা কর্মচারিদেরকে অব্জার্ভ করে তথ্য সংগ্রহ করতে পারে। আবার একিভাবে কোম্পানির শোরুমে কাস্টমার হয়ে যেয়ে কাস্টমারদেরকে অব্জার্ভ করতে পারে। তারা কেমন পছন্দ করছে প্রোডাক্ট, কি চাইছে ইত্যাদি তথ্য সংগ্রহ করতে পারে।

• Collages

ফটো কোলাজের সাথে তো আমরা সবাই পরিচিত, তাই না?
এই প্রসেস অনেকটা এমন স্ট্রাটেজিই এপ্লাই করা হয়। টপিক সম্পর্কিত কিছু ছবি বা গ্রাফ বা আর্ট পার্টিসিপ্যান্টদের সামনে দেয়া হয়, আর প্রশ্ন করা হয়।
ছবিগুলো থেকে কিছু ছবি সিলেক্ট করে, কোলাজ করার মাধ্যমে পার্টিসিপ্যান্ট উত্তর তৈরী করে। তারপর কেনো সে এই ছবিগুলোই সিলেক্ট করল, তার ডিটেইলস উত্তর জানার মাধ্যমে এনালাইসিস করা হয়।

• Projective Research Techniques

এটা এমন একটা টেকনিক যার মাধ্যমে পার্টিসিপ্যান্ট এর থেকে তার নিজের সম্পর্কে না জানতে চেয়ে। কোনো থার্ড পার্টির ব্যাপারে মন্তব্য করতে বলা হয় এক্সাক্ট তথ্যটা বের করে আনার জন্য। এমন তথ্য এভাবে বের করার চেষ্টা করে রিসার্চার, পার্টিসিপ্যান্ট যা এর আগে কারো সাথে শেয়ার করে নি।
এটা অনেকটা এরকম যে, কাউকে যদি জিজ্ঞেস করা হয় সে মার্সিডিজ কেনো কিনেছে?
সে হয় স্বাভাবিক ভাবে উত্তর করবে, হাই মাইলেজের জন্য।
তবে যদি জিজ্ঞেস করে, তার প্রতিবেশী কেনো মার্সিডিজ কেনো কিনেছে?
সে হয়ত তখন বলবে, সোসাল স্ট্যাটাসের জন্য বা লোক দেখানোর জন্য!

• Thematic Apperception Test(TAT)

একে Picture Interpretation Technique ও বলা হয়।

এর মাধ্যমে রিসার্চ এর বিষয়ের সাথে, কিছু অস্পষ্ট ছবি পার্টিসিপ্যান্ট দেরকে দেখানো হয়। এবং জানতে চাওয়া হয়- ছবিতে কি ঘটছে? এবং এর পর কি হতে পারে?
ছবিগুলো সিরিজ আকারে দেখানো হবে যেন অনুমান করতে সুবিধা হয়, কিন্তু কোনো ক্লু দেয়া যাবে না।
আবার এমন হতে পারে যে, একটা ছবিতে দুইজন ব্যাক্তি কথা বলছে। সেখানে একজন ব্যাক্তি কি বলছে সেটা ছবিতে দিয়ে দিল আর আরেকজন ব্যাক্তি উত্তরে কি বলতে পারে সেটা পার্টিসিপ্যান্ট কে অনুমান করতে বলা হল।

Spread the love
খাতুনে জান্নাত আশা
This is Khatun-A-Jannat Asha from Mymensingh, Bangladesh. I am entrepreneur and also a media activist. This is my personal blog website. I am an curious woman who always seek for new knowledge & love to spread it through the writing. That’s why I’ve started this blog. I’ll write here sharing about the knowledge I’ve gained in my life. And main focus of my writing is about E-commerce, Business, Education, Research, Literature, My country & its tradition.
https://khjasha.com

Leave a Reply

Top
%d bloggers like this: