You are here
Home > রিসার্চ > রিসার্চ/থিসিস/গবেষণা কি? কিভাবে করব?

রিসার্চ/থিসিস/গবেষণা কি? কিভাবে করব?

রিসার্চ/থিসিস/গবেষণা
Spread the love

রিসার্চ/গবেষণা নিয়ে লেখার উদ্দেশ্য

যে কোনো বিষয় পড়ার পর যখন সেটা আমরা লিখতে যাই, তখন নিজের ভাষায় সেটাকে রূপ দিতে অনেক বেশি ভাবতে হয়। আর তা যদি অন্যকে বোঝানোর উদ্দেশ্যে লেখা হয়, তাহলে আরও গভীরভাবে সেটাকে উপলব্ধি করতে হয়। তারপর একটা গুছানো লেখা বেরিয়ে আসে, যা পড়ে যে কেউ বেসিক একটা আইডিয়া বিষয়টা সম্পর্কে নিতে পারে।

প্রথমত ঠিক এই কারণেই আমি Digital Skills for Bangladesh এ রিসার্চ নিয়ে লিখতে শুরু করেছিলাম। লিখতে গিয়ে আমার আইডিয়াও ক্লিয়ার হচ্ছে, আবার যারা পড়ছে তারাও রিসার্চ, থিসিস বা গবেষণা নিয়ে জানতে পারছে। আর আমি যেহেতু শিক্ষক না, শিক্ষানবিশ একজন, তাই আমার লেখার ভাষা খুব সাধারণ, যা আমার মতো শিক্ষার্থীদের বোধগম্য হবে সহজেই।

রিসার্চ নিয়ে ভালো ভাবে শিখতে হলে আপনাকে মাস্ট ইংরেজিতে পড়তে হবে। আপনি ইন্টারন্যাশনাল বইগুলোই পড়েন, বা ভালো কোনো ওয়েবসাইট ফলো করেন সবই ইংরেজিতে লেখা। সবার মনে তাই রিসার্চ নিয়ে একটা ভয় কাজ করে, তাই জানার আগ্রহ ফিল করে না আর। আমি লিখছি তাদের জন্য। আমি চাই আমার লেখা পড়ে আরও কিছু লোক অন্তত রিসার্চের ব্যাপারে আগ্রহী হয়ে উঠুক।

স্পেশালি যারা এখনো ইউনিভার্সিটি লাইফে আছে, বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্ট থিসিস করতে হচ্ছে, তারা একদম ফরমাল রিসার্চ প্রসেসটা শিখুক। কপি পেস্ট না করে নিজে নিজে ৫-১০ পেইজ অন্তত লেখার দক্ষতা অর্জন করুক এটাই কাম্য।

কিছু বেসিক আইডিয়া হয়ে গেলে আরও গভীরভাবে জানার আগ্রহ নিজে থেকেই তৈরী হবে, আর যারা সার্চ ইংলিশের রিডিং সিলেবাস শেষ করছে তাদের জন্য তো ইংরেজি পড়তে আর কষ্টও হবে না।

আলহামদুলিল্লাহ, আমার উদ্দেশ্য যে সফল হচ্ছে কিছুটা হলেও, এটা সবার কমেন্ট পড়ে বুঝতে পারি। অনেকেই শেয়ার করেন তাদেরও রিসার্চ করার আগ্রহ আছে, আমার লেখা পড়ে উপকৃত হচ্ছেন। আবার অনেকে দুঃখ করেন যে, একাডেমিক লাইফে থাকতে কেনো এমন লেখা পেলেন না, তবে থিসিস নিয়ে এতো ভুগতে হত না।

কিছু লেখার স্বার্থকতা আসলে এখানেই, কিছু লোকের মাথায় ঢুকিয়ে দেয়া যায় সেটার গুরুত্ব।

আবার আমি যেহেতু Zikmund এর Research Methodology বইটাকেই বেইজ ধরে লিখছি। তাই যারা একাডেমিক রিসার্চ মেথোডোলজি কোর্সে এই বইটা পড়বেন, তাদের জন্য আমার লেখাগুলো খুব বেশিই কাজে লাগবে আশা করি। বই এর পড়া বুঝতে একদম সমস্যা হবে না, এই লেখাগুলো পড়লে।

রিসার্চ/গবেষণা রিলেটেড সবগুলো লেখার লিঙ্ক

সবার পড়ার সুবিধার্থে রিসার্চ/গবেষণা রিলেটেড সবগুলো লেখা এই পোস্টে এড করে দিচ্ছি এবং আগামীতে আরও লিখব যেগুলো সেগুলোর লিঙ্কও দিয়ে দিব এখানে।

১) রিসার্চ/থিসিস/গবেষণা কি? এর উদ্দেশ্য এবং অনুপ্রেরণা।

২) বিজনেস(Business Research) রিসার্চ কি?

৩) Categories of Research

৪) Research- The Scientific Methods

৫) বিজনেস রিসার্চের সিদ্ধান্ত নেয়া হয় কখন?

৬) গবেষণার প্রকারভেদ (Types of Research)

৭) Causal Research- Cause-and-Effect Relationship বলতে কি বোঝায়?

৮) গবেষণার বিভিন্ন ধাপ-১ 

৯) গবেষণার বিভিন্ন ধাপ-২

১০) Managerial Value Of A Business Research

১১) The Problem Definition Process in Research 

১২) রিসার্চ প্রপোজাল কি? কিভাবে তৈরী করতে হয়?

১৩) প্ল্যাগারিজম কি? এটি এভোয়েড করতে করণীয় কি?

১৪) কোয়ালিটেটিভ রিসার্চ কি? এর প্রকারভেদ।

১৫) কোয়ালিটেটিভ রিসার্চ টেকনিক-১

১৬) কোয়ালিটেটিভ রিসার্চ টেকনিক – ২

১৭) সেকেন্ডারি ডাটা রিসার্চ- সেকেন্ডারি ডাটা কোথায় পাব?

১৯) প্রাইমারি ডাটা কালেকশনের উপায়- সার্ভে রিসার্চ

২০) স্যাম্পলিং মেথড- প্রবাবিলিটি স্যাম্পলিং (Probability Sampling)

২১) স্যাম্পলিং মেথড- নন-প্রবাবিলিটি স্যাম্পলিং

২২) সার্ভে রিসার্চের ভুলগুলো (Errors in Survey Research)

২৩) সার্ভে রিসার্চের প্রকারভেদ 

২৪) অবজার্ভেশন রিসার্চ কি? নিয়মাবলী -১

এখনো রিসার্চ রিলেটেড সিরিজ লেখার বাকি রয়েছে অনেক, অনেক কিছু জানার এবং জানানোর আছে। ইনশাআল্লাহ্‌ একে একে সব লেখার লিঙ্ক এখানে এড করে দিব যেন, এক জায়গায় সব পেয়ে যান।


Spread the love
খাতুনে জান্নাত আশা
This is Khatun-A-Jannat Asha from Mymensingh, Bangladesh. I am entrepreneur and also a media activist. This is my personal blog website. I am an curious woman who always seek for new knowledge & love to spread it through the writing. That’s why I’ve started this blog. I’ll write here sharing about the knowledge I’ve gained in my life. And main focus of my writing is about E-commerce, Business, Education, Research, Literature, My country & its tradition.
https://khjasha.com

2 thoughts on “রিসার্চ/থিসিস/গবেষণা কি? কিভাবে করব?

  1. অনেক গুরুত্বপূর্ণ পোস্ট। সময় করে সন পড়বো। যদিও অনেক কিছুই পড়া

Leave a Reply

Top
%d bloggers like this: