রিসার্চ কি ? এর উদ্দেশ্য এবং অনুপ্রেরণা রিসার্চ by খাতুনে জান্নাত আশা - July 25, 2021August 3, 20213 Spread the lovemoreরিসার্চ কি? রিসার্চ বা গবেষণা মানে মানে হচ্ছে সাধারণত জ্ঞানের অনুসন্ধান করা, অর্থাৎ একটা নির্দিষ্ট বিষয়ের উপর সায়েন্টিফিক এবং সিস্টেমেটিক ওয়েতে সম্ভাবনাময় তথ্যের অনুসন্ধান করাকেই রিসার্চ বলা হয়। যে কোনো বিষয়ের উপর গবেষণা করতে গেলে প্রথমেই স্পেসিফিক একটা সমস্যা খুঁজে বের করতে হবে। এরপর সেটার উপর কিছু হাইপোথিসিস দাঁড় করাতে হবে, সেই অনুযায়ী ডাটা কালেক্ট করতে হবে, সেগুলোকে এনালাইসিস করতে হবে, সমাধান খুঁজে বের করতে হবে এবং রিসার্সের উপর ভিত্তি করে ফাইনালি সমাধানের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহন করা হবে। রিসার্চের উদ্দেশ্যঃ • রিসার্চ এর শুরুতেই প্রব্লেম চিহ্নিত করার পর সেটার উপর ভিত্তি করে কিছু রিসার্চ কোয়েশ্চন তৈরী করতে হয়। সায়েন্টিফিক এবং স্টাটেস্টিকাল ওয়েতে এনালাইসিস করার মাধ্যমে সেই কোয়েশ্চনগুলোর উত্তর খুঁজে বের করাই রিসার্চের প্রধান উদ্দেশ্য। • রিসার্চ করা হয় এমন কিছু তথ্যের অনুসন্ধানে যা এখন পর্যন্ত অনাবিষ্কৃত বা সুপ্ত রয়ে গেছে। • কোনো তথ্যের সত্যতা যাচাইয়ের জন্যও রিসার্চ করা হয়ে থাকে। • নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা অবস্থা সম্পর্কে জানার জন্যও রিসার্চ করা হয়। • কোনো একটা ঘটনা কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, এর সাথে আর কোন কোন বিষয় জড়িয়ে আছে, এগুলোর উত্তর খুঁজে পেয়েও রিসার্চ করা হয়। গবেষণায় অনুপ্রেরণাঃ একজন গবেষক হওয়ার পেছনে একেকজনের একেক রকম চিন্তা ভাবনা এবং অনুপ্রেরণা কাজ করে। তবে কমন যে বিষয়গুলো, তা হলো- • গবেষণালব্ধ ফলাফল পাওয়ার পাশাপাশি ডিগ্রী অর্জনের আকাঙ্ক্ষা • চ্যালেঞ্জ মোকাবিলা করে অমিমাংসিত কোনো সমস্যার সমাধান করার ইচ্ছা • নিজস্বতা এবং সৃজনশীলতার বিকাশ ঘটানোর মাধ্যমে আত্মতৃপ্তি লাভের ইচ্ছা • সমাজের সেবায় থাকার আকাঙ্ক্ষা • সম্মান পাওয়ার জন্য আকাঙ্ক্ষা • এছাড়াও সরকারের দিকনির্দেশনা মতো কাজ করা, কর্মসংস্থান সৃষ্টি, নতুন কিছু জানার কৌতূহল মেটানোর ইচ্ছা এবং সামাজিক সচেতনতা তৈরির ইচ্ছা থেকে মানুষ গবেষণা করে থাকে। Like this:Like Loading... Related Spread the lovemoremore