রবিনহুড- কিশোর ক্লাসিক রিভিউ বুক সামারি & রিভিউ by খাতুনে জান্নাত আশা - November 1, 20210 Spread the lovemore রবিনহুড (কিশোর ক্লাসিক) (লেখাটা ৩০ মে, ২০২১ এ লিখেছিলাম ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ গ্রুপে, সরাসরি সেটাই এখানে শেয়ার করছি।) ১৭৬ পেইজের “রবিনহুড” পড়ে শেষ করলাম মাত্র। বইটা নেই, পিডিএফে পড়ায় সময় বেশি লেগেছে। সারাদিন অন্য কাজ আর পড়ার ফাঁকে ফাঁকে পড়ে শেষ করেছি। ইংল্যান্ডের শ্যারউড জঙ্গলের এই বিখ্যাত দস্যু এবং অসহায়দের পরোপকারী বন্ধু রবিনহুডের নাম শুনে নি এমন মানুষ তাবৎ দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না হয়ত! গল্পটা পড়ছিলাম আর ভাবছিলাম, ইস! যদি এমন একজন দস্যু নেতা জন্মাত আমাদের দেশে, তবে বেশ হত। বাজে লোকদের দারুণ ভাবে শায়েস্তা করা যেত, দুর্নীতি অত্যাচার কমে যেত অনেক। রবিনহুড নেতা হিসেবে দায়িত্ব নেয়ার দিন যে নীতিমালা তার সৈন্য দলের জন্য দিয়েছিল, সেগুলো হল- * অত্যাচারী শেরিফ, শাসক, শোষক, ধর্মযাজক, যারা দরিদ্র লোকদের ঠকিয়ে অর্থ আত্মসাৎ করে থাকে, তাদের বিরুদ্ধে লড়বে তারা। শ্যারউড জঙ্গলে তাদের কাউকে পেলে আটক করে, অর্থ বা সম্পদ যা পাবে তা গরীবদের মাঝে বিলিয়ে দিবে। * শত্রু মিত্র যাই হোক না কেনো, কোনো নারীকে তারা আক্রমণ করবে না। কোনো দরিদ্রের ক্ষতি করবে না। রবিনহুড সব সময় সেরা দক্ষ, বীর, সাহসী লোকগুলোকে খুঁজে বের করে নিয়ে আসত তার দল ভারী করার জন্য। এতো তুখোড় আর সুশৃঙ্খল বাহিনী এই দস্যু নেতা তৈরী করেছিল যে, এক দিন সয়ং রাজা এসেও তাদের শৃঙ্খলা, নীতি, নেতার প্রতি আনুগত্য আর ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে নিজের সেনাবাহিনীতে যোগ দেবার অনুরোধ করেছিল! আর এই গল্পের প্রধান মেসেজ আমার দৃষ্টিকোণ থেকে যদি বলি, তবে বলব- “দক্ষ, বিচক্ষন, সুকৌশলী, সৎ, সাহসী একজন নেতা এবং তার সাথে সুশৃঙ্খল, দক্ষ, সাহসী, অনুগত একদল অনুসারী যদি থাকে, তবে দুনিয়ার কোনো শক্তিই তাদের দমাতে পারে না।” আমার চিন্তাভাবনার জগতে তখন আরেকটা অনুভূতি কাজ করল যে, আমাদের শ্রদ্ধেয় Razib Ahmed স্যার এই গল্পের দৃষ্টিকোণ থেকে এ যুগের রবিনহুড। স্যারের সাথে রবিনহুডের চারিত্রিক বৈশিষ্ট্যের যেন অদ্ভুত মিল খুঁজে পেয়েছি আমি। স্যার কমিউনিটি লিডার, যিনি সব সময় দক্ষ লোকগুলোকে সাথে নিয়ে কাজ করে চলেছেন এদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রির সমৃদ্ধির জন্য। প্রতি মুহূর্তে তিনি নিজের টিম কে শক্তিশালী করে চলেছেন খুঁজে খুঁজে দক্ষ লোকের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে। স্যারের অসাধারণ নেতৃত্ব এবং উনার তৈরী “আরিফা মডেল” এর মতো নীতিমালা এমন আরও অসংখ্য নেতা তৈরি করছে সারাদেশের প্রতিটি অঞ্চলে আর তৈরী করছে নেতাদের সাথে সুদক্ষ সহযোগী, যারা দেশের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে হয়ত লড়বে না, তবে তার থেকেও বড় কাজ করবে, যা দেশকে সয়ংসম্পূর্ন করবে। এই দক্ষ লোকগুলো ইন্টারনেট জগতে একচেটিয়া রাজত্ব করবে শ্যারউড জঙ্গলের দস্যুদের মতো, তাদের অর্জিত জ্ঞান, দক্ষতা আর পরিশ্রমের বিনিময়ে সমৃদ্ধ হবে ই-কমার্সের তথ্যভান্ডার, বেরিয়ে আসবে অনেক সম্ভাবনা আর সমাধান হবে অনেক সমস্যার। Like this:Like Loading... Related Spread the lovemoremore