মোবাইল ফিনান্স (Mobile Finance) Basic Knowledge Blog বিজনেস by খাতুনে জান্নাত আশা - July 26, 2021August 3, 20210 Spread the lovemore Mobile Finance কি? টাকা পয়সার লেনদেন এক সময় ব্যাংকে যাওয়া ছাড়া ভাবাই যেত না। আর এখন যে যেখানে যে অবস্থায় আছে, সেই অবস্থা থেকেই অর্থের বিনিময় করতে পারছে। এটা সম্ভব করেছে মোবাইল ফিনান্স, অর্থাৎ মোবাইলের মাধ্যমে অর্থের বিনিময়। ব্যাপারটা অনেক বেশি সহজ করে দিয়েছে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা কাজ কে। আমার মোবাইল ফিনান্সের ব্যবহার শুরু হয় ২০১৪ সালে ভার্সিটি ভর্তির পর। আব্বু ময়মনসিংহ থেকে ঢাকায় আমার প্রয়োজনীয় খরচের জন্য টাকা পাঠাবে, তাই আমি তখন একটা মোবাইল ফিনান্স মাধ্যমের প্রয়োজনীয়তা বোধ করি আর কাছের এক ডাচ বাংলা ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আমার স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে একটা মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলি, যা পরবর্তীতে আমার সব ধরনের অর্থের লেনদেন সহজ করে দিয়েছিল। আব্বু কোনো একটা দোকানে যেত, যেখানে ডাচ বাংলার এজেন্ট ব্যাংকিং সুবিধা রয়েছে, সেখান থেকে টাকা পাঠাত, আর আমি কাছের কোনো এক এটিএম বুথ থেকে সেটা উঠিয়ে নিতাম। সেই থেকে যে কোনো সময় আমার সেই রকেট একাউন্ট থেকে আমি মোবাইল রিচার্জ করতে পারি, অন্য কারো একাউন্টে টাকা পাঠাতে হলে P2P লেনদেন করতে পারি, অনলাইনে কেনাকাটা করলে সেটার পেমেন্ট করতে পারি, এখন তো ওয়াইফাই বিলও রকেটে পে করি, আমার বিজনেস ট্রান্সেকশনও করি। আমি পার্সোনালি রকেট পছন্দ করলেও আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফিনান্স মাধ্যম হচ্ছে ব্রাক ব্যাংকের বিকাশ, এটার জনপ্রিয়তার কারণ একে ব্রাক দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে পেরেছে, বিকাশ চিনেনা বোঝেনা এমন ব্যক্তি বোধহয় পাওয়া যাবেনা। বিকাশের মাধ্যমে এখন ফরেন রেমিট্যান্স আসাও অনেক সহজ হয়ে গেছে, প্রবাসীরা খুব দ্রুত তাদের টাকা পরিবারের কাছে পাঠাতে পারছে। এছাড়াও আছে বাংলাদেশ সরকারের পোস্ট অফিস কর্তৃক পরিচালিত মোবাইল ফিনান্স “নগদ”। এটাও খুব ভালো সার্ভিস দিচ্ছে যতদূর শুনেছি, আমি যদিও ব্যবহার করিনি এখনো। তবে মোবাইল ফিনান্স এখনো শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। থার্ড পার্টি ইন্টারেপশনের মাধ্যমে এখনো অনেক টাকা মানুষকে বোকা বানিয়ে নিয়ে নিচ্ছে অনেক অসাধু লোক। এদিকে সরকারের নজরদারি বাড়ানো দরকার বলে করি আমি। তবে যাই হোক, মোবাইল ফিনান্স আমাদের অর্থের লেনদেন অনেক সহজ এবং ঝামেলাহীন করে দিয়েছে এই ব্যাপারে সবাই একমত হতে বাধ্য। Like this:Like Loading... Related Spread the lovemoremore