মাসলাইস কটন কি? এর ইতিহাস এবং বিশেষত্ব Blog পিয়াসী by খাতুনে জান্নাত আশা - December 20, 2021December 20, 20210 Spread the lovemoreমাসলাইস কটন কি? প্রথমে বলে নেই, আমার ব্যাক্তিগত দেশীয় পণ্যের উদ্যোগ “পিয়াসী” এবং এর ফোকাস পণ্য হল “মাসলাইস কটন”। এটি একটি বিশেষ পণ্য আমার কাছে, যা এর বিশেষত্বের তুলনায় এখনো এতোটা জনপ্রিয়তা পায় নি। তাছাড়া অনেকে আবার একে ভারতীয় তাঁতিদের দ্বারা তৈরী বলে মনে করে থাকে। আমি তাই একে আমাদের দেশের নিজস্ব পণ্য হিসেবে পরিচিত করতে এবং আরও জনপ্রিয় করতে ফোকাস পণ্য হিসেবে সিলেক্ট করেছি। মাসলাইস কটন সুতার ব্যবহারে টাঙ্গাইল জেলার তাঁতিরা এই মাসলাইস শাড়ি তৈরী করে থাকেন। মাসলাইস সুতা হল, ক্যামিকেল প্রসেসড কটন সুতা যা মার্সেরাইজেশন পদ্ধতিতে তৈরী করা হয়ে থাকে। কটন সুতার মাঝে সবচেয়ে উচ্চমানের সুতা হল এই মাসলাইস কটন সুতা। এর প্রধান বিশেষত্ব, এটি অসম্ভব সফট এবং শাইনি। সিল্কের মতোই গ্লেসি মাসলাইস সুতায় তৈরী শাড়িগুলোকে তাই অনেকে সিল্ক শাড়ি বলেও ভুল করে থাকে। যতটুকু সম্ভব সব সময় আমি তাই স্টাডি করে মাসলাইসের বিশেষত্ব সবাইকে জানানোর চেষ্টা করি। মাসলাইস সুতা বা মাসলাইস শাড়ি আমাদের দেশে খুব পরিচিত না হলেও, এই সুতা সারাবিশ্বেই তুমুল জনপ্রিয় এর স্পেশালটির কারণে। পর্যাপ্ত কন্টেন্টের অভাবেই এটা সম্পর্কে আমাদের দেশের মানুষ খুব কম জানে। তাই কিছু তথ্য দেয়ার চেষ্টা করছি। 😊 মাসলাইস সুতার সংক্ষিপ্ত ইতিহাস এবং বিশেষত্ব সাধারণ কটন সুতা থেকে মার্সেরাইজেশন প্রসেসের মাধ্যমে “মাসলাইস কটন” সুতা তৈরী হয়। মার্সেরাইজেশন একটা ক্যামিকাল সল্যুশন যা “মার্সেরাইজড মেশিন” ব্যবহারে করা হয়ে থাকে। এই প্রসেসটি ১৮৪৪ সালে প্রথম আবিষ্কার করে ইংল্যান্ডের জন মার্সার নামক এক ব্যক্তি, উনার নামেই এর নামকরণ করা হয়েছে। উনি দেখেছিলেন যে, সাধারণ সুতাকে কস্টিক সোডা দ্রবনে দিলে সেটার অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন ঘটে এবং সুতার রং শোষন ক্ষমতা, ঔজ্জ্বল্য, সফটনেস এবং স্থায়ীত্ব বৃদ্ধি পায়। তার এই পদ্ধতি শুরুতে তেমন জনপ্রিয় না হলেও হোরেস লোয়ি নামক ব্যক্তি এই প্রসেসকে মোডিফাই করার পর এটি ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে এবং বর্তমানে সারাবিশ্বেই এই মার্সেরাইজড সুতার ব্যবহার ভীষণ জনপ্রিয়। কটন সুতাকে মার্সেরাইজেশন করার পর এর মাঝে সিল্কের মতো যে গ্লেস তৈরী হয়, এর জন্য এই মাসলাইস কটন বিশ্বে “পার্ল কটন” নামেও পরিচিত। 😊 ছবিঃ মাসলাইস সুতায় বোনা কটকি ডিজাইনের শাড়িতে কাকলি’স এটায়ারের স্বত্বাধিকারী কাকলি তালুকদার। Like this:Like Loading... Related Spread the lovemoremore