ব্লগ (Blog) কি? Blog by খাতুনে জান্নাত আশা - August 3, 20210 Spread the lovemore ব্লগ হলো ভার্চ্যুয়াল ডায়রি, যেখানে মনের আনন্দে স্বাধীনভাবে যে কোনো টপিক নিয়ে লিখা যায়। Razib Ahmed স্যারের ব্লগের(https://razibahmed.com/) সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত এখন। স্যার সেখানে এতো সুন্দর করে সব কন্টেন্ট সাজিয়ে রেখেছেন যে, একবার ঢুকলে বের হওয়া কঠিন। পড়তে পড়তে আপনি হারিয়ে যাবেন। আমার যেহেতু ডায়েরি লেখার অভ্যাস ছিল ছোটবেলা থেকেই, তাই প্রথম যখন এই ব্লগ সম্পর্কে জানতে পারি, খুব ইন্টারেস্টেড ফিল করেছিলাম তখন, ২০১২ সালের কথা। সার্চ করে অনেক পড়েছি, আর ঘুরেছি বিভিন্ন ব্লগে ব্লগে। শখের বসে কয়েকটা ব্লগে সাইন ইনও করে রেখেছিলাম, কিন্তু লিখা হয়ে উঠেনি। সেই সময়টায় আমার সবচেয়ে বেশি পঠিত ব্লগ ছিল বাংলা ভাষায় লিখা প্রথম ব্লগ “সামহোয়্যার ইন ব্লগ”। স্পেশালি আমি টেকনোলজি নিয়েই বেশি পড়েছি এখানে, বেশ তথ্যবহুল ব্লগ এটা। যে কোনো ব্যাপারে কৌতুহলী হলেই আমি সেখানে গিয়ে সার্চ করতাম আর পেয়ে যেতাম। আর একবার ঢুকলে বের হওয়ার কথা মাথায় থাকত না, একের পর এক কন্টেন্ট আসতে থাকত আর আমি পড়ায় ডুবে যেতাম। ব্লগ যে কেউ লিখতে পারে, একটা ইলেকট্রনিক ডিভাইস, ইন্টারনেট কানেকশন, আর ইমেইল এড্রেস থাকলেই হয়। তবে আপনি যদি নিজের পার্সোনাল ব্লগ থেকে আয় করতে চান, তবে এর জন্য আপনাকে প্রথমে সুন্দর একটা নাম ঠিক করে সেটার ডোমেইন, হোস্টিং কিনে, ওয়ার্ডপ্রেসের থিম দিয়ে একটা সুন্দর ব্লগিং ওয়েবসাইট ডিজাইন করে নিতে হবে। এরপর নিজের মতো করে তথ্যবহুল এবং আকর্ষনীয় টপিক নিয়ে লিখে যেতে হবে শুধু। তবে অবশ্যই কোনো বিতর্কিত টপিক নিয়ে লেখা যাবে না। তারপর ব্লগে যখন ভিজিটর বাড়তে থাকবে, তখন গুগল এডসেন্সের সাথে একে কানেক্ট করে নিতে হবে৷ ব্লগ পপুলার হলে বিভিন্ন কোম্পানি এড স্পন্সর করার জন্য যোগাযোগ করবে। আর সেই এডগুলো থেকে পাওয়া লভ্যাংশই গুগল এডসেন্সে তখন এড হবে আপনার উপার্জন হিসেবে। Like this:Like Loading... Related Spread the lovemoremore