ফাইবার অপটিক ক্যাবল (Fibre-Optic Cable) কি? Blog প্রযুক্তি by খাতুনে জান্নাত আশা - August 3, 2021August 3, 20210 Spread the lovemore অপটিক্যাল ফাইবার কি? এটি কীভাবে কাজ করে? এটা সহজ ভাষায়- ডিজিটাল ডাটা বহনকারী পাইপ। এই যে পুরো বিশ্বটা এখন হাতের মুঠো থেকে আমাদের আঙুলের ডগায় চলে এসেছে, ইন্টারনেট জগতে প্রতি মুহূর্তে এতো এতো তথ্য বিনিময় করছি আমরা, কীভাবে হচ্ছে এসব! এতো দ্রুত ডাটাগুলো কিভাবে ট্রান্সফার হচ্ছে, মাধ্যম কি? বলতে পারেন হয়ত তরঙ্গের মাধ্যমে। হ্যাঁ অবশ্যই তরঙ্গের মাধ্যমেই। মোবাইলে আমরা কথা বললে তা এক মোবাইল থেকে আরেক মোবাইলে পৌঁছে ওয়্যারলেস এবং অদৃশ্য রেডিও তরঙ্গের মাধ্যমে। তবে ফাইবার অপটিক ক্যাবল ভিন্নভাবে কাজ করে। এটা প্রথমে কোনো একটা তথ্যকে কোডে পরিণত করে, যা আলোক কণার মাধ্যমে কোনো একটা কাঁচের বা প্লাস্টিকের পাইপের মধ্য দিয়ে ছুড়ে দেয়া হয়। ফাইবার অপটিক ক্যাবল অত্যন্ত পাতলা কাঁচ বা প্লাস্টিকের সমন্বয়ে তৈরী হয়ে থাকে। এই ক্যাবলের ভেতর মানুষের মাথার চুলের থেকেও দশগুন বেশি পাতলা তন্তু থাকে এবং একটা ক্যাবলেই এই তন্তুর পরিমান কয়েকশ পর্যন্ত হতে পারে, যার একেকটি তন্তু একসাথে ২৫০০০ ফোন কল বহন করতে সক্ষম এবং একটা সসম্পূর্ণ ক্যাবল একসাথে কয়েক মিলিয়ন কল বহন করতে পারে। এটা সম্পূর্ন আলোক নির্ভর একটা প্রযুক্তি, যার সাথে কানেক্টেড ডিভাইসগুলোর সাথে এই তারগুলোর সংযোগ স্থাপন করা হয় লেজার বীমের মাধ্যমে এবং এই ক্যাবলগুলো মাটির নীচ দিয়ে পুরোবিশ্বে তথ্য সরবরাহ করে যাচ্ছে বাধাহীন গতিতে। অপটিকাল ফাইবার শুধু ইন্টারনেট জগতে তথ্য বিনিময়েই কাজে লাগছে তা না, মেডিকেলে এর ব্যবহার হয়ে আসছে অনেক আগে থেকেই। ডাক্তার রা এখন এই ফাইবারের ব্যবহারেই মানবদেহ কাঁটাছেড়া করা ছাড়াই শরীরের ভেতরে কোথায় কি সমস্যা আছে বের করে ফেলতে পারছে। আবার মিলিটারি ডিফেন্সের বিভিন্ন মিশনেও অপটিকাল ফাইবার ব্যবহার করা হয় রাডার বা মিশাইলে এবং গোপন তথ্য বিনিময়ের জন্য। Like this:Like Loading... Related Spread the lovemoremore