পিয়াসী- আমার উদ্যোগ, আমার স্বপ্ন।। খাতুনে জান্নাত আশা বিজনেস by খাতুনে জান্নাত আশা - October 3, 2021October 3, 20212 Spread the lovemoreপিয়াসী- আমার উদ্যোগ, আমার স্বপ্ন আমি খাতুনে জান্নাত আশা। এটি যদিও আমার ব্যক্তিগত ব্লগ, কিন্তু আমি এখানে আমার ব্যক্তিগত কোনো তথ্য প্রায় শেয়ার করিনি বলা যায়। আর স্পেসিফিক একটা বিষয় নিয়েও লিখছি না, মূলত আমার এই ব্লগকে আমি বলি নলেজ শেয়ারিং ব্লগ। অর্থাৎ আমি যা পড়ি, যা শিখি, তার সবই নিজের ভাষায় এবং যতটুকু সম্ভব সহজ ভাষায় এই ব্লগে লিখি যেন যে কেউ এখানে এসে নতুন কিছু জানতে পারে, শিখতে পারে। তবে আজকের এই কন্টেন্টের উদ্দ্যেশ্য আমার ব্যক্তিগত উদ্যোগের সাথে সবাইকে পরিচিত করে দেয়া। হ্যাঁ, আমি একজন উদ্যোক্তা এবং নির্দিষ্ট করে বলতে গেলে বলা যায় – “দেশীয় পণ্যের উদ্যোক্তা”। কারণ আমার উদ্যোগ শুরু করার পেছনে মূল উদ্দ্যেশ্যই হল, আমাদের দেশের ঐতিহ্যবাহী পণ্যগুলোকে রিপ্রেজেন্ট করা। উদ্যোক্তা হওয়ার গল্প উদ্যোক্তা হওয়ার এই স্বপ্নের বীজ বোনা ছিল সেই ছোট্ট আমাতেই, যা বড় হওয়ার সাথে সাথে পূর্ণতা পেয়েছে। গতানুগতিক ধারার সব পেশার বাইরে গিয়েই সব সময় ভিন্ন কিছু করার কথা ভাবতাম আমি। বেশ ছোটবেলা থেকেই একটা স্বপ্ন মনের কোণে জায়গা করে নিয়েছিল যে, আমার একটা কুটিরশিল্পের ইন্ডাস্ট্রী হবে , যেখানে বহু মানুষের কর্মসংস্থান হবে। যখন স্কুলে পড়ি আমি, স্বপ্নটা ঠিক তখনকার। এই আকর্ষনটা প্রথম জন্মেছিল জামালপুরের হাতের কাজের অসাধারণ সব নকশীপণ্যগুলো দেখে। আমার আম্মুর সংগ্রহে সব সময় এসব পণ্য দেখে ছোট্ট মনে এই স্বপ্ন উঁকি দিয়েছিল। ঠিক যখন পড়তে বসতাম বাসায়, তখন এসব ভাবনাগুলো মাথায় ভীড় জমাত আর ভেবে বেশ পুলকবোধ করতাম। এরপর এইচএসসি পর্যন্ত সায়েন্স বিভাগের শিক্ষার্থী হওয়ার পরও ভাগ্য আমাকে টেনে নিয়েছে সেই বিজনেস স্টাডিজের দিকেই। বিবিএ তে যখন “Entrepreneurship” কোর্সটা পেলাম, তখন আবার এই শব্দটা নতুন করে আমাকে আকর্ষন করল। আমার কাছে মনে হত শুধু যে, এই শব্দটার মাঝে একটা আলাদা শক্তি আছে, বিশেষত্ব আছে। খুব ইচ্ছে করত, নিজের নামটাকে এই শব্দের সাথে জড়িয়ে নিতে। সেই আকর্ষন থেকেই বিবিএ লাইফেই ২০১৫ সালে একবার হুটহাট কোনো প্ল্যানিং ছাড়া একটা বিজনেস শুরু করেছিলাম, আর সেটা কিছুদিন পর বন্ধও করে দিতে হয়েছিল। সেটা ছিল প্রথম ভুল সিদ্ধান্ত এবং সেখান থেকে বেশ ভালো একটা অভিজ্ঞতা হয়েছিল। তাই প্ল্যানিং ছাড়া দ্বিতীয়বার এদিকে পা দেয়া যাবে না এটা খুব ভালো করেই বুঝে গেলাম। দ্বিতীয়বার উদ্যোগ নেয়ার ভূত মাথায় আবারও চাপল ২০১৯ সালে। সব সময় এটা নিয়েই ভাবতাম তখন, কিভাবে শুরু করব, কিভাবে সোর্সিং করব, কিভাবে অভারঅল প্ল্যান সাজাব, উদ্যোগের নাম কি দিব ইত্যাদি বিভিন্ন কিছু। সবার আগে উদ্যোগের নাম ঠিক করা নিয়েই কেন জানি বেশি কনসার্ন ছিলাম। যাই হোক, এভাবে ভাবতে ভাবতেই ২০২০ এর মে মাসে ফেসবুকে দেশীয় পন্যকে রিপ্রেজেন্ট করা “ওইমেন এন্ড ই-কমার্স ফোরাম” নামের একটা প্লাটফর্ম আমাকে বেশ আকর্ষন করল। এই প্লাটফর্ম থেকেই পেয়েছিলাম আমার মেন্টর এবং গাইড রাজীব আহমেদ স্যার কে, যিনি এদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রির পথিকৃৎ এবং ই-কমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা। এরপর শুধুমাত্র স্যারের বলা এবং লেখা প্রত্যেকটা শব্দকে অনুসরণ করে গিয়েছি এবং শিখেছি ই-কমার্স সেক্টরের একজন উদ্যোক্তা হতে হলে আমাকে কিভাবে শুরু করতে হবে, কিভাবে প্ল্যানিং করতে হবে A to Z সবকিছু। সেই শিক্ষাগুলোকে কাজে লাগিয়েই শুধুমাত্র বাংলাদেশের নিজস্ব উৎপাদিত পণ্য, বিশেষত হ্যান্ডলুম তাঁতপণ্যের ব্র্যান্ডিং করার লক্ষ্য নিয়েই গতবছর ১০জুন, ২০২০ এ আমার উদ্যোগ যাত্রা শুরু করেছিল। উদ্যোগের নাম এবং এর সংক্ষিপ্ত ইতিহাস এইবার আমার উদ্যোগের নামের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেয়া যাক। সবচেয়ে বেশি সময় নিয়েছিলাম এই নাম ঠিক করতে গিয়ে। তিন মাসেরও বেশি সময় যাস্ট একের পর এক নাম ভেবেছি আর সার্চ করেছি। বাংলা ইংরেজি উভয় ভাষায় খুঁজেছি একটা পারফেক্ট এবং ইউনিক একটা নাম। প্রথমদিকে যে নামই সার্চ দিতাম সেই নামেই অসংখ্য ফেসবুক পেইজ আর গ্রুপের ছড়াছড়ি দেখে হতাশ হতাম। তারপর হঠাৎ করেই একদিন কোনো একটা বাংলা কবিতা পড়তে গিয়ে “পিয়াসী” শব্দটায় চোখ আটকে যায় আর শব্দটা সাথে সাথে মস্তিষ্কে গেঁথে যায়। আমার উদ্যোগ এবং একে নিয়ে দেখা স্বপ্নের সাথে যেন একটা কানেকশন খুঁজে পাই এই নামের মধ্য দিয়ে। “পিয়াসী” অর্থ হলো “পিপাসিত বা তৃষ্ণার্ত”। আমি যেহেতু দেশীয় পন্যের একজন উদ্যোক্তা এবং দেশীয় পন্যকে আমার উদ্যোগের মাধ্যমে পুরো বিশ্বে ছড়িয়ে দেয়ার লক্ষ্য নিয়েই আমার যাত্রার শুরু, তাই এই নামটা আমার মাথায় শক্ত আসন পেতে বসেছিল। মনে হয়েছিল আমার চিন্তা আর উদ্দ্যেশ্যের সাথে এর অর্থটা একদম পারফেক্টলি মিলে যায়। “পিয়াসী- Piyashi – দেশীয় পন্যকে পুরো বিশ্বে ছড়িয়ে দিতে পিপাসিত। “ নামকরনের সময়টায় এই লাইনটা আমার মাথায় ২৪ ঘন্টাই বাজত। এই হলো আমার পিয়াসী’র সংক্ষিপ্ত ইতিহাস। বি দ্রঃ অনেকে একে প্রেয়সী বলে ভুল করে, প্রেয়সী আর পিয়াসী এক নয়। দুইটা টোটালি ভিন্ন অর্থ বহন করে। Like this:Like Loading... Related Spread the lovemoremore
চমৎকার পোস্ট আপু। উদ্দোক্তা হবার গল্প টা অনেক আমার মতোন। entrepreneurship বইটা পড়ে তখন মনে মনে ভাবছিলাম আমিও একটা পানের দোকান দিবো 😆 Reply